সুপার সিক্সের ১ নম্বর গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে ভারত আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে। গ্রুপ থেকে প্রথম ২টি দল সেমিফাইনালের টিকিট হাতে পাবে। তাই রান-রেট যথা সম্ভব বাড়িয়ে রাখতে ভারতকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার সিক্সের শেষ ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার সিক্সের শেষ ম্যাচে টস জেতে ভারত। টস জিতে ভারতের ক্যাপ্টেন শেফালি বর্মা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান শ্রীলঙ্কাকে। সুতরাং, পোচেস্ট্রুমে রান তাড়া করবে ভারত।
ম্যাচের প্রথম বলেই নেথমি সেনারত্নের উইকেট তুলে নিলেন তিতাস সাধু। খাতা খোলার আগেই অর্চনার হাতে ধরা পড়েন নেথমি। শ্রীলঙ্কা শূন্য রানে ১ উইকেট হারায়। তৃতীয় বলে ৩ রান নিয়ে খাতা খোলেন গুণরত্নে। প্রথম ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ১ উইকেটে ৩ রান।
২ ওভারে ২টি উইকেট তুলে নেয় ভারত। ১.৪ ওভারে মান্নত কাশ্যপের বলে ২ রান করে সৌমিয়া তিওয়ারির হাতে ধরা পরে ফেরেন সুমুদু নিসংশলা।শ্রীলঙ্কা ৮ রানে ২ উইকেট হারায়। ৪ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ২ উইকেটে ১৬ রান।
৫.১ ওভারে মান্নত কাশ্যপের বলে ২ রান করে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন দেওমি বিহঙ্গ। শ্রীলঙ্কা ২২ রানে ৩ উইকেট হারায়। পাওয়ার প্লে-র ৬ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ২২। শুরুতেই পরপর উইকেট হারিয়ে টেস্টের গতিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। ৮ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ২৭ রান।
৯.৬ ওভারে পার্শবী চোপড়ার বলে ২৫ রান করে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন গুণরত্নে।শ্রীলঙ্কা ৩১ রানে ৪ উইকেট হারায়।১০ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ৩১ রান।