কাইল মায়ার্স ও কেএল রাহুল রান তাড়া করতে নামল। ভুবিকে দিয়ে আক্রমণ শুরু করল হায়দরাবাদ। নেমেই বাউন্ডারি মেরে নিজের ইনিংসের শুরু করলেন তিনি।
প্রথম ওভারে ১৩ রান তুলল লখনউ। ২ বলে ৫ রান করলেন কেএল রাহুল, ৪ বলে ৩ রান করলেন মায়ার্স।
ওয়াশিংটন সুন্দরের এই ওভারে ১১ রান নিল লখনউ। মায়ার্স ৭ বলে ৮ রান করেছেন এবং রাহুল ৫ বলে ১১ রান করে খেলছেন।
ফারুকির এই ওভারে মাত্র ৫ রান নিতে পারল লখনউ। পাওয়ার প্লে দারুণ ভাবে কাজে লাগাচ্ছে কেএল রাহুল ও কাইল মায়ার্স। এই ওভারের একটি বল মায়ার্সকে বিড করেছিল এবং সেই বল উইকেটে লেগেছিল। কিন্তু বেলের লাইট না জ্বলে ওঠার জন্য রক্ষা পান মায়ার্স।
স্পিনের আক্রমণ চালাচ্ছে সানরাইজার্স, চার ওভার শেষে উইকেট না হারিয়ে ৩৫ রান তুলল লখনউ।
১৪ বলে ১৩ করে ফারুকির বলে মায়াঙ্কের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন মায়ার্স।৪.৩ ওভারে ৩৫ রানে প্রথম উইকেট হারাল লখনউ।
১৪ বলে ১৮ রান করে খেলছেন কেএল রাহুল। দীপক হুডা ২ বলে ১ রান করেছেন। ফারুকি ২ ওবারে ৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন।
ভুবনেশ্বর কুমারের বলে আউট হয়ে সাজঘরে ফিরলেন দীপক হুডা। এই ওভারের প্রথম বলে ছক্কা মারেন দীপক হুডা। পরের চারটি বল রান নিতে না পারলেও ওভারের শেষ বলে ভুবির হাতেই ক্যাচ দিয়ে ৮ বলে ৭ রান করে সাজঘরে ফেরেন হুডা।
পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৪৫ রান তুলেছে লখনউ। এখনও ক্রিজে রয়েছেন কেএল রাহুল। মাঠে এসেছেন ক্রুণাল পান্ডিয়া।
১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৮২ রান । ৫৬ বলে ৩৯ রান লাগে লখনউ সুপার জায়ান্টসের