w w w w শেষ ওভারের ১ম চার বলে চার উইকেট নিয়ে নিশ্চিত হারা ম্যাচ জয়লাভ করলো জিম্বাবুয়ে

শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ রান হাতে ছিল চার উইকেট। ১৮ তম ওভারে দরকার ছিল ১২ রানের।

কিন্তু ওয়েলিংটন মাসাকাদজার দারুণ বোলিংয়ে শেষ ওভারের প্রথম চার বলে স্কটল্যান্ডের চার উইকেট তুলে নিয়ে রুদ্ধশ্বাস জয় পায় সফরকারী জিম্বাবুয়ে। যদিও শেষ দুইটি রান আউট হয়েছে।

আর এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০ রানের জয় পেয়েছে সিরিজে সমতায় ফিরেছে জিম্বাবুয়ে।

এদিন আগে ব্যাটিং করে জিম্বাবুয়ে সংগ্রহ ৫ উইকেটে ১৩৬ রান। জবাবে স্কটল্যান্ড ১৯ ওভার ৪ বলে অলআউট হয় ১২৬ রানে।

এডিনবার্গে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শন উইলিয়ামসের ৫২ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস ভর করে জিম্বাবুয়ে ৫ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে। এছাড়া ক্রেগ আরভিন করেন ৩০ রান।

জবাবে শুরুতেই ১৬ রানে ৪ উইকেট হারালেও চতুর্থ উইকেটে রিচি বেরিংটন ও ম্যাথু ক্রস ৭৫ রানের জুটি গড়ে স্কটল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখাছিলো।

প্রথম ম্যাচের জয়ের নায়ক বেরিংটন এদিন করেন ফেরেন ৪৩ বলে ৪২ রান করে। আর ক্রস করেন ৩৫ বলে ৪২ রানে।

এই দুইজন আউটের পর মাত্র ৩৫ রানের ব্যবধানে শেষ ৬টি উইকেট হারানো স্বাগতিকরা ১২৬ রানেই অল আউট হয়।

জিম্বাবুয়ের পক্ষে চাতারা, নাকার্ভা ও মাসাকাদজা দুটি করে উইকেট নেন। ম্যাচসেরা নির্বাচিত হন রিচার্ড নাকার্ভা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *