T20 WC-এ ভারতের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কতটা জানালেন সৌরভ গাঙ্গুলি

রবিবার ভারত-পাকিস্তান মহারণ দিয়েই এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করবে প্রতিবেশি দুই দেশ। এই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে।

টানটান উত্তেজনার এই ম্যাচের আগেই ভারতের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, ভারত যথেষ্ট শক্তিশালী টিম। এবং বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবীদার।

একটি সংবাদমাধ্য়মে সৌরভ দাবি করেছেন, ‘ভারত শক্তিশালী টিম। আমাদের বহু প্রতিভাও রয়েছে। তাই আমরা সব সময় চ্যাম্পিয়ন হওয়ার দাবীদার থাকব। এটা ঠিক, আমরা সব সময়ে জিততে পারব না। তবে এ বার আমাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে জিতেছিলাম।’

২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল। সে বার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তার পর ২০১৪ সালে রানার্স হয়েছিল। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কাছে সেমিফাইনালে হেরে গিয়েছিল ভারত। সৌরভ আশাবাদী, এ বার ভারত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে।

এ দিকে ২০১৯ সালে ৫০ ওভারের বিশ্বকাপেও নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে ছিটকে গিয়েছিল ভারত। সেই প্রসঙ্গে টেনে সৌরভ দাবি করেছেন, ‘২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিলাম আমরা।

তাই বড় ম্যাচে জিততে হবে। আমরা সবাই আশাবাদী। কিন্তু নিশ্চিত করে কিছু বলা যাবে না। বিশেষ করে টি-টোয়েন্টির মতো ফরম্যাটে। কিন্তু আমি যেমন বলেছি, চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতইে অন্যতম দাবীদার।’

রবিবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বিরাট কোহলির ভারত। শুরুতেই এই ম্যাচ কতটা চাপের? এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন অধিনায়ক দাবি করেছেন,

‘এমনটা (আইসিসি টুর্নামেন্টের প্রথম ম্যাচ হিসেবে ভারত বনাম পাকিস্তান) অতীতেও ঘটেছে। ভারত তাদের অভিযান শুরু করেছিল পাকিস্তানের বিরুদ্ধে ২০১৫ বিশ্বকাপে। তার পর ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও।

সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে, এটি ততটা কঠিন নয়। ২০১৬ সালে যখন আমি সিএবি সভাপতি ছিলাম, তখন আমরা ইডেন গার্ডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের আয়োজন করেছিলাম।

ভারতে এই ধরনের ম্যাচ আয়োজন করা আরও কঠিন, কারণ টিকিটের প্রচুর চাহিদা রয়েছে. পাশাপাশি নিরাপত্তা এবং অনুশীলনের ব্যবস্থাও খুব ভাল ভাবে করতে হয়।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *