T20-র পরে অন্য ফর্ম্যাটেও নেতৃত্ব ছাড়তে পারেন কোহলিঃ শাস্ত্রী

ইতিমধ্যেই টি-২০ ক্যাপ্টেন্সি ছেড়েছেন। তবে ব্যাটিংয়ে মন দিতে বিরাট কোহলি অন্যান্য ফর্ম্যাটেও জাতীয় দলের নেতৃত্ব ছেড়ে দিতে পারেন, এমনই দাবি টিম ইন্ডিয়ার সদ্যপ্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীর।

করোনাকালে ক্রমশ বাড়তে থাকা চাপ কমাতেই বিরাট নেতৃত্ব ছেড়ে দেওয়ার পথে হাঁটতে পারেন বলে মনে করেন শাস্ত্রী।

India Today-র সাক্ষাত্কারে শাস্ত্রীর কাছে জানতে চাওয়া হয় ওয়ার্কলোড কমাতে কোহলি অন্যান্য ফর্ম্যাটেও নেতৃত্ব ছাড়তে পারেন কিনা। জবাবে প্রাক্তন কোচ বলেন, ‘লাল বলের ক্রিকেটে ভারতীর দল ওর নেতৃত্বে গত ৫ বছর ধরে এক নম্বর। যদি ও নিজে চায় অথবা যদি মানসিকভাবে ক্লান্ত হয়ে ভাবে যে শুধুমাত্র ব্যাটিংয়ে মনোনিবেশ করতে হবে, তবে নেতৃত্ব ছাড়তেই পারে। এটা তড়িঘড়ি হওয়ার সম্ভাবনা কম, তবে এমনটা হতেই পারে।’

শাস্ত্রী আরও বলেন, ‘সাদা বলের ক্রিকেটেও এমনটা হতে পারে। ও বলতেই পারে যে অনেক হয়েছে এবং টেস্ট ক্যাপ্টেন্সিতে মনোযোগ দিতে পারে। ওর শরীর ও মনই এমন সিদ্ধান্ত নিতে পারে। অনেক সফল ক্রিকেটার দলের জন্য ব্যাটিংয়ে মনোনিবেশ করতে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছে।’

উল্লেখ্য, টিম ইন্ডিয়ার টি-২০ বিশ্বকাপ অভিযান শেষ হওয়া মাত্রই ভারতের হেড কোচ হিসেবে রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হয়। ঘরের মাঠে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকে ভারতের নতুন হেড কোচ হিসেবে দায়িত্ব নেবেন রাহুল দ্রাবিড়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *