এভাবেও বিশ্বরেকর্ড গড়া যায়! টি-২০ বিশ্বকাপে আক্ষরিক অর্থেই বিশ্বরেকর্ড গড়ল ভারত। তবে সেটা কতটা খুশি করার মতো, তা বলা মুশকিল। কেননা এমন নজির অন্তত কোনও অধিনায়কই গড়তে চাইবেন না।
আসলে ছেলেদের টি-২০ বিশ্বকাপে একটানা টস হারার বিশ্বরেকর্ড গড়ে ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে বিরাট কোহলি টস হারার পরেই রেকর্ড বইয়ে নাম লেখা হয়ে যায় টিম ইন্ডিয়ার।
ভারত এই নিয়ে টি-২০ বিশ্বকাপের শেষ ৬টি ম্যাচে টস হারে। যদিও একা কোহলি এই রেকর্ডের সঙ্গে জড়িয়ে নেই। বরং মহেন্দ্র সিং ধোনিও যুক্ত রয়েছেন ভারতের এই দুর্ভাগ্যজনক রেকর্ডের সঙ্গে। কেননা, চলতি বিশ্বকাপে কোহলি টানা তিনটি ম্যাচে টস হারলেন। এর আগে ২০১৬ বিশ্বকাপে ভারতের শেষ ৩টি ম্যাচে টস হেরেছিলেন মহেন্দ্র সিং ধোনি।