ইতিমধ্যেই পুরোদমে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। মেগা টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন সকলেই। তবে এরই মধ্যে বিশ্বকাপের বর্তমান ফর্ম্যাট নিয়ে নিজের আপত্তির কথা জানালেন গৌতম গম্ভীর। ভারতের হয়ে দুই ফর্ম্যাটেই বিশ্বখেতাব জেতা গৌতির মতে বর্তমান টি-টোয়ন্টি বিশ্বকাপের ফর্ম্যাট মেগা টুর্নামেন্টের বিশেষতায় কিছুটা হলেও ঘাটতি আনছে।
Times of India-র হয়ে নিজের কলামে গম্ভীর লেখেন, ‘১৯৮১ সালে আমার জন্ম এবং ৯০-র দশকে বড় হওয়ার সুবাদে ৫০ ওভারের বিশ্বকাপ আমার কাছে টি-টোয়েন্টির থেকে অনেক বেশি মূল্যবান। ৫০ ওভারের বিশ্বকাপ প্রতি চার বছরে অনুষ্ঠিত হওয়ায় তার একটা আলাদা গুরুত্ব রয়েছে। সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ তো ঘনঘন আয়োজিত হয়। এবারের পরই আবার সামনের বছর অস্ট্রেলিয়ায় আরেকটি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আমি জানি করোনাকালে সবকিছুই লন্ডভন্ড হয়ে গিয়েছে। তবে ফ্যানরা প্রতি বছর বিশ্বকাপ হলে তো আগের চ্যাম্পিয়নকে মনেই রাখতে পারবে না।’
প্রাক্তন ভারতীয় ওপেনার প্রতি দুই বছর অন্তর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার ফর্ম্যাটে বদল করারই পরামর্শ দেন। ‘আধিকারিকদের উচিত দুই বছরের বদলে প্রতি তিন বছর অন্তর টি-টোয়ন্টি বিশ্বকাপ আয়োজন করার বিষয়ে ভাবনাচিন্তা করার। আমি যদি বিশ্ব চ্যাম্পিয়ন হই, তাহলে আমি অন্তত কিছু সময়ের জন্য সেই খেতাব ধরে রাখতে তো চাইবই।’ দাবি গৌতির।