আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে এক অনন্য নজির গড়লেন ভারতীয় ওপেনাররা। প্রথম দল হিসেবে ভারতীয় ওপেনাররা পরপর ছটি ইনিংসে ৫০+ রান করার নজির গড়লেন। ইডেন গার্ডেনে নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে টি-২০ সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে এই নজির গড়লেন ভারতীয় ওপেনাররা।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং ইশান কিষান জুটি ভারতীয় দলের হয়ে এই নজির গড়তে সক্ষম হন। এ দিন ৬.২ ওভারে রোহিত এবং ইশানের জুটি প্রথম উইকেটে ৬৯ রান করতে সমর্থ হন। ২১ বলে ২৯ রান করে স্যান্টনারের বলে সেফার্টের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ইশান।
উল্লেখ্য, আজকের এই ইনিংসটির আগে পাঁচটি ইনিংসে রোহিত – রাহুল ওপেনিং জুটিতে ভারতের হয়ে ৫০+ রান করতে সমর্থ হন। আজ রোহিত-ইশান জুটি ছয় নম্বর ম্যাচে ৫০+ রান করে ভারতকে এই নজির গড়তে সাহায্য গড়ে। আসুন এক নজরে দেখে নিন সেই পরিসংখ্যান :
১) ৬৯ বনাম নিউজিল্যান্ড (রোহিত-ইশান জুটি)
২) ১১৭ বনাম নিউজিল্যান্ড (রোহিত-রাহুল জুটি)
৩) ৫০ বনাম নিউজিল্যান্ড (রোহিত-রাহুল জুটি)
৪) ৮৬ বনাম নামিবিয়া (রোহিত-রাহুল জুটি)
৫) ৭০ বনাম স্কটল্যান্ড (রোহিত-রাহুল জুটি)
৬) ১৪০ বনাম আফগানিস্তান (রোহিত-রাহুল জুটি)