T10 ক্রিকেটে ৪.২ ওভারেই ৯১ রান তুলে ম্যাচ জিতল বাংলা টাইগার্স

১০ ওভারের পুরো কোটা ব্যাট করে চেন্নাই ব্রেভস যে টার্গেট ঝুলিয়ে দেয়, তা মাত্র ৪.২ ওভারেই তুলে নেয় বাংলা টাইগার্স। আবু ধাবি টি-১০ লিগে এমনই মারকাটারি ক্রিকেট চোখে পড়ে মঙ্গলবার।

টুর্নামেন্টের ১২তম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে চেন্নাই ব্রেভস। তারা নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৯০ রান তোলে।

রবি বোপারা ২, ভানুকা রাজাপক্ষে ১০, অ্যাঞ্জেলো পেরেরা ২৬, দাসুন শানাকা ৬, সামিউল্লাহ শিনওয়ারি ২০, মার্ক দেয়াল অপরাজিত ১৫ ও ক্যাম্পহার ১ রান করেন।

২২ রানের বিনিময়ে ২টি উইকেট নেন বেনি হাওয়েল। ১টি করে উইকেট নিয়েছেন লিউক উড, জেমস ফকনার ও ইসুরু উদানা।

জবাবে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্স ৪.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৯১ রান তুলে নেয়। অর্থাৎ, ২৬ বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা।

জনসন চার্লস ১টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১২ বলে ৩৬ রান করে আউট হন। ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৯ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন হজরতউল্লাহ জাজাই। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫ বলে ১৪ রান করে নট-আউট থাকেন উইল জ্যাকস।

একমাত্র উইকেটটি নিয়েছেন মার্ক দেয়াল। মুনাফ প্যাটেল ১ ওভারে ১৮ রান খরচ করেও কোনও উইকেট পাননি। বাংলা টাইগার্স ৩৪ বল বাকি থাকতেই ৯ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেয়। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন জনসন চার্লস।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *