১০ ওভারের পুরো কোটা ব্যাট করে চেন্নাই ব্রেভস যে টার্গেট ঝুলিয়ে দেয়, তা মাত্র ৪.২ ওভারেই তুলে নেয় বাংলা টাইগার্স। আবু ধাবি টি-১০ লিগে এমনই মারকাটারি ক্রিকেট চোখে পড়ে মঙ্গলবার।







টুর্নামেন্টের ১২তম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে চেন্নাই ব্রেভস। তারা নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৯০ রান তোলে।
রবি বোপারা ২, ভানুকা রাজাপক্ষে ১০, অ্যাঞ্জেলো পেরেরা ২৬, দাসুন শানাকা ৬, সামিউল্লাহ শিনওয়ারি ২০, মার্ক দেয়াল অপরাজিত ১৫ ও ক্যাম্পহার ১ রান করেন।
২২ রানের বিনিময়ে ২টি উইকেট নেন বেনি হাওয়েল। ১টি করে উইকেট নিয়েছেন লিউক উড, জেমস ফকনার ও ইসুরু উদানা।







জবাবে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্স ৪.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৯১ রান তুলে নেয়। অর্থাৎ, ২৬ বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা।
জনসন চার্লস ১টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১২ বলে ৩৬ রান করে আউট হন। ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৯ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন হজরতউল্লাহ জাজাই। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫ বলে ১৪ রান করে নট-আউট থাকেন উইল জ্যাকস।







একমাত্র উইকেটটি নিয়েছেন মার্ক দেয়াল। মুনাফ প্যাটেল ১ ওভারে ১৮ রান খরচ করেও কোনও উইকেট পাননি। বাংলা টাইগার্স ৩৪ বল বাকি থাকতেই ৯ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেয়। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন জনসন চার্লস।






