KKR-এর নতুন স্কোয়াড, পরিবর্তিত ক্রীড়াসূচি ও পয়েন্ট টেবিলে অবস্থান প্রকাশ

আইপিএল ২০২১-এর আমিরশাহি লেগের আগে প্রায় সব দলের স্কোয়াডে অল্প-বিস্তর রদবদল হয়েছে। সেই তালিকায় রয়েছে কলকাতা নাইট রাইডার্সও।

কেকেআর আমিরশাহিতে দলে পাবে না অজি পেসার প্যাট কামিন্সকে। তাঁর পরিবর্ত হিসেবে তারা দলে নিয়েছে নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেসার টিম সাউদিকে।

মাঝপথেই স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়র লিগ ২০২১ পুনরায় শুরু হওয়ার আগে একনজরে দেখে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্সের পরিবর্তিত স্কোয়াড, পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি ও পয়েন্ট টেবিলে অবস্থান।

কলকাতা নাইট রাইডার্সের পরিবর্তিত স্কোয়াড:-

ভারতীয় ক্রিকেটার: দীনেশ কার্তিক, নীতিশ রানা, শুভমন গিল, রাহুল ত্রিপাঠী, কলমেশ নাগারকোটি, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, সন্দীপ ওয়ারিয়র, শিবম মাভি, বরুণ চক্রবর্তী, শেল্ডন জ্যাকসন, হরভজন সিং, করুণ নায়ার, পবন নেগি, বেঙ্কটেশ আইয়ার, বৈভব আরোরা ও গুরকিরৎ সিং মন।

বিদেশি ক্রিকেটার: ইয়ন মর্গ্যান (ক্যাপ্টেন), লকি ফার্গুসন, টিম সাউদি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও টিম সেফার্ত, শাকিব আল হাসান ও বেন কাটিং।

কলকাতা নাইট রাইডার্সের সূচি:-

১. ২০ সেপ্টেম্বর: বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আবু ধাবি, সন্ধ্যা ৭টা ৩০)

২. ২৩ সেপ্টেম্বর: বনাম মুম্বই ইন্ডিয়ান্স (আবু ধাবি, সন্ধ্যা ৭টা ৩০)

৩. ২৬ সেপ্টেম্বর: বনাম চেন্নাই সুপার কিংস (আবু ধাবি, বিকেল ৩টে ৩০)

৪. ২৮ সেপ্টেম্বর: বনাম দিল্লি ক্যাপিটালস (শারজা, দুপুর ৩টে ৩০)

৫. ১ অক্টোবর: বনাম পঞ্জাব কিংস (দুবাই, সন্ধ্যা ৭টা ৩০)

৬. ৩ অক্টোবর: বনাম সানরাইজার্স হায়দরাবাদ (দুবাই, সন্ধ্যা ৭টা ৩০)

৭. ৭ অক্টোবর: বনাম রাজস্থান রয়্যালস (শারজা, সন্ধ্যা ৭টা ৩০)

লিগ টেবিল অবস্থান:-

৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্স আপাতত অবস্থান করছে লিগ টেবিলের সাত নম্বরে। তাদের নেট রান-রেট -০.৪৯৪।

Related Posts

One thought on “KKR-এর নতুন স্কোয়াড, পরিবর্তিত ক্রীড়াসূচি ও পয়েন্ট টেবিলে অবস্থান প্রকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *