ICC Ranking: বিশ্বব়্যাঙ্কিংয়ে উন্নতি কোহলির

আইসিসির ব্যক্তিগত টি-২০ ব়্যাঙ্কিংয়ে উন্নতি করলেন ভারত অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সদ্য প্রকাশিত ব়্যাঙ্কিং তালিকা অনুযায়ী বিরাট এই মুহূর্তে বিশ্বের চার নম্বর টি-২০ ব্যাটসম্যান।

কোহলি এক্ষেত্রে একধাপ উপরে উঠে আসেন। তিনি পিছনে ফেলে দেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়েকে। কিউয়ি তারকা এক ধাপ পিছলে গিয়ে পাঁচ নম্বরে চলে এসেছেন। ভারতের লোকেশ রাহুল অবশ্য ৬ নম্বরে নিজের জায়গা ধরে রেখেছেন।
কোহলি টি-২০ ব়্যাঙ্কিংয়ে বাবর আজমের আরও কাছে চলে এলেন। পাক অধিনায়ক ৮১৯ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। কোহলির সংগৃহীত রেটিং পয়েন্ট ৭১৭। যথারীতি ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের ডেভিড মালান। তাঁর পকেটে রয়েছে ৮৪১ রেটিং পয়েন্ট।
তিন নম্বরে রয়েছেন অ্যারন ফিঞ্চ। লোকেশ রাহুলের ঠিক পিছনে সাত নম্বরে রয়েছেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান। শ্রীলঙ্কা সফরের অনবদ্য পারফর্ম্যান্স দিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন কুইন্টন ডি’কক। তিনি চার ধাপ উন্নতি করেছেন। নয় ও দশ নম্বরে রয়েছেন যথাক্রমে এভিন লুইস ও হজরতউল্লাহ জাজাই।

বোলারদের প্রথম দশে মুস্তাফিজুর রহমান ২ ধাপ উঠে এসে ৮ নম্বরে অবস্থান করছেন। ৯ নম্বরে রয়েছেন বাংলাদেশের তারকা অল-রাউন্ডার শাকিব আল হাসান। টি-২০’র বোলার ও অল-রাউন্ডারদের প্রথম দশে ভারতের কোনও ক্রিকেটার নেই।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *