BCCI- এখনও ঘোষণা না করলেও ভারতের নতুন অধিনায়কের নাম ফাঁস করে দিলেন শাস্ত্রী!

কয়েক ঘণ্টা আগে ইঙ্গিত দিয়েছিলেন বিরাট কোহলি। তাতে সিলমোহর বসিয়ে দিয়েছিলেন রবি শাস্ত্রী। কার্যত স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন, রোহিত শর্মাই হতে চলেছেন ভারতের টি-টোয়েন্টি দলের পরবর্তী অধিনায়ক।

যদিও সরকারিভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সেই ঘোষণা করা হয়নি।

সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে ভারতের জয়ের পর সাংবাদিক বৈঠকে আসেন শাস্ত্রী। সেখানে তিনি বলেন, ‘রোহিত অত্যন্ত পারদর্শী ছেলে। ও এতগুলো আইপিএল জিতেছে। ওই দলের সহ-অধিনায়ক। ওই দায়িত্ব (অধিনায়কত্ব) পাওয়ার জন্য ও (রোহিত) তৈরি আছে।’

বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কিছু জানানো না হলেও রোহিতই যে অধিনায়ক হতে চলেছেন, তা কার্যত স্পষ্ট। একাধিক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সহ-অধিনায়ক রোহিত শর্মা পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও তাঁকে ভারত এবং নিউজিল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে।

সেক্ষেত্রে কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কেএল রাহুল ভারতের অধিনায়কত্ব করতে পারেন। দীর্ঘকালীন সময়ে রোহিতই অধিনায়ক থাকবেন। যিনি আইপিএলে অধিনায়ক হিসেবে মারাত্মক সফল। অধিনায়ক হিসেবে পাঁচটি আইপিএল ট্রফি জিতেছেন।

এমনিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট দলের কোচও পালটে যাচ্ছে। রবি শাস্ত্রীর পরিবর্তে হটসিটে বসতে চলেছেন রাহুল দ্রাবিড়। ‘ওয়াল’ কোচ হওয়ায় ইতিমধ্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হিটম্যান। আফগানিস্তানকে হারানোর পর তিনি বলেছিলেন, ‘ওকে (দ্রাবিড়) অনেক শুভেচ্ছা। ওর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। ভারতীয় ক্রিকেটের একটি স্তম্ভ রাহুল দ্রাবিড়। ওর সঙ্গে যে ভবিষ্যতে কাজ করতে পারব সেটা খুবই ভালো বিষয়।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *