করোনার ফলে মাঝপথেই স্থগিত হয়ে যাওয়া আইপিএল ২০২১ পুনরায় যাত্রা শুরু করল। শুরুতেই পাঁচ বারের চ্যাম্পিয়ন্স মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি তিন বারের খেতাব জয়ী চেন্নাই সুপার কিংস।







প্রথমার্ধের শেষে চেন্নাই ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। মুম্বই ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে অবস্থান করছে চার নম্বরে। নেট রান-রেটের নিরিখে চেন্নাই বেশ কিছুটা এগিয়ে রয়েছে।
তাই ফিরতি লেগে জয় তুলে নিলেও ধোনিদের টপকে যাওয়া মুশকিল রোহিতদের পক্ষে। তবে বিরাট কোহলির আরসিবিকে পিছনে ফেলে তিন নম্বরে উঠে আসবে মুম্বই ইন্ডিয়ান্স।
চেন্নাই জয় তুলে নিলে দিল্লি ক্যাপিটালসকে টপকে লিগ টেবিলের শীর্ষে উঠে আসবে।







আইপিএল ২০২১-এর প্রথম লেগে কায়রন পোলার্ড প্রায় হারা ম্যাচে জয় এনে দেন মুম্বই ইন্ডিয়ান্সকে।
চেন্নাই প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১৮ রান তোলে। ডু’প্লেসি ২৮ বলে ৫০, মইন আলি ৩৬ বলে ৫৮, আম্বাতি রায়াড়ু ২৭ বলে অপরাজিত ৭২ ও রবীন্দ্র জাদেজা ২২ বলে অপরাজিত ২২ রান করেন।







জবাবে ব্যাট করতে নেমে মুম্বই শেষ বলে উত্তেজক জয় ছিনিয়ে নেয়। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২১৯ রান তুলে নেয় তারা।
পোলার্ড ৬টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন। কুইন্টন ডি’কক ৩৮, রোহিত ৩৫, ক্রুণাল পান্ডিয়া ৩২ ও হার্দিক ১৬ রান করেন।






