৭৫ বছরের ইতিহাসে নতুন ১টি রেকর্ড গড়লেন পশ্চিমবঙ্গের ঋদ্ধিমান সাহা

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক নয়া নজির গড়লেন বাংলার ক্রিকেটার তথা জাতীয় টেস্ট দলের উইকেট রক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহা।

৭৫ বছরের ইতিহাসে তিনি ভারতের বয়স্কতম ক্রিকেটার যিনি জাতীয় দলের জার্সিতে টেস্ট খেলতে নামলেন। প্রসঙ্গত ভারতীয় জার্সিতে বয়স্কতম উইকেট রক্ষক ব্যাটার হিসেবে খেলার নজির রয়েছে ১৯৪৬ সালে দত্তারাম হিন্ডলেকারের।

উল্লেখ্য তিনি ৩৭ বছর ২৩১ দিনে ভারতের হয়ে টেস্টে খেলেছিলেন। আজ গ্রিন পার্কে কিউয়িদের বিরুদ্ধে সেই নজির স্পর্শ করলেন বাংলার আদরের ‘পাপালি’।

৩৭ বছর ৩২ দিনে ভারতের হয়ে খেলা বয়স্কতম উইকেট রক্ষক ব্যাটার হিসেবে খেলার নজির গড়ে ফেললেন ঋদ্ধিমান। ভেঙে দিলেন কিংবদন্তি ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ারের নজির। ফারুক ভারতের হয়ে ৩৬ বছর ৩৩৮ দিনে ভারতের জার্সিতে টেস্টে খেলেছিলেন।

বাংলার হয়ে অনুর্ধ্ব -১৯ পর্যায় থেকে খেলা শুরু করে রঞ্জি ট্রফি হয়ে জাতীয় দলের হয়ে খেলা অন্যতম সফল বাঙালি ক্রিকেটার ঋদ্ধিমান সাহা।

২০০৬-০৭ মরশুমে বাঙলার হয়ে রঞ্জিতে হায়দরাবাদ দলের বিরুদ্ধে অভিষেক হয়েছিল তার। দীপ দাশগুপ্তের পরিবর্ত হিসেবে তার অভিষেক হয়েছিল রাজ্য দলের হয়ে। বাংলার হয়েই অভিষেকে শতরান করারও নজির রয়েছে তার।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *