৬ , ৬ ,৬ , ৩ বলে ৩ ছক্কা মেরে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে স্বপ্নের ফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া

পর পর তিনটি ছয়। ম্যাথু ওয়েড ঝড়ে উড়ে গেল পাকিস্তান। স্বপ্নের দৌড় শেষ বাবর আজমদের। ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে টি২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। শাহিন শাহ আফ্রিদিকে বাউন্ডারির বাইরে ফেলে দিলেন ওয়েড।

টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান অ্যারন ফিঞ্চ। পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান শুরুটা ভালই করেছিলেন।

হাতে উইকেট রেখে ইনিংস গড়ার কাজ করছিলেন দু’জনে। ৩৪ বলে ৩৯ রান করে বাবর ফিরলেও পাকিস্তানকে এগিয়ে নিয়ে গেলেন রিজওয়ান। ৫২ বলে ৬৭ রান করেন তিনি। তাঁকে সঙ্গত দেন ফখর জামান।

৩২ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন ফখর। তবে আসিফ আলি (০) এবং শোয়েব মালিক (১) ব্যর্থ। একটা সময় পাকিস্তান ২০০ রান পার করে দেবে মনে করা হচ্ছিল।

কিন্তু শেষের দিকে রানের গতি আটকে দেন মিচেল স্টার্করা। তবে শেষ ওভারে দু’টি ছয় মেরে পাকিস্তানের স্কোর ১৭৬ রানে পৌঁছে দেন ফখর। স্টার্ক নেন দু’টি উইকেট। একটি করে উইকেট পান প্যাট কামিন্স এবং অ্যাডাম জাম্পা।

জবাবে ব্যাট করতে নেমে অবশ্য শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে অস্ট্রেলিয়া। এদিন খাতা খোলার আগেই তাকে সাজঘরে ফেরান শাহীন আফ্রীদি। শুধু জোরে বোলিং নয় বরং স্পিনের ঘূর্ণিপাকেই এদিন বেশি বিপাকে পড়তে হয় অজি ব্যাটসম্যানদের।

মিচেল মার্শ(28), স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল সকলেই আজ লেগ স্পিনার শাদাব খানের শিকার হন। এমনকি ব্যাট হাতে একমাত্র জ্বলে ওঠা ডেভিড ওয়ার্নারকেও 49 রানের মাথায় সাজঘরের রাস্তা দেখান শাদাব। নিজের নির্ধারিত 4 ওভারে মাত্র 26 রানে চার উইকেট শিকার করে এদিন রীতিমতো অস্ট্রেলিয়ার কোমর ভেঙে দেন তিনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *