৬.৩ ওভারে জয়ের পর টস নিয়ে যে সত্য কথা বললেন কোহলি

স্কটল্যান্ডের দেওয়া ৮৬ রানের টার্গেটে শুরু থেকেই মারমুখি হয়ে খেলতে থাকেন লোকেশ রাহুল এবং রোহিত শর্মা। স্কটল্যান্ডের হয়ে কেউই সুবিধা করতে পারেনি বোলিংয়ে।

স্কটল্যান্ডের দেওয়া ৮৬ রানের টার্গেটে শুরু থেকেই মারমুখি হয়ে খেলতে থাকেন লোকেশ রাহুল এবং রোহিত শর্মা। দলের হয়ে ১৯ বলে সর্বোচ্চ ৫০ রান করেন লোকেশ রাহুল।

এছাড়াও রোহিত শর্মা করেন ৩০ রান। স্কটল্যান্ডের হয়ে কেউই সুবিধা করতে পারেনি বোলিংয়ে। ব্রাড উইল এবং মার্ক ওয়াট পান একটি করে উইকেট।

ম্যাচে শেষে কোহলি বলেন, ‘আমাদের দল আজ দারুণ খেলেছে। এমন জয়ই দরকার ছিল আমাদের এই বিশ্বকাপে টিকে থাকতে। তবে এখন দেখার বিষয় পরের ম্যাচে কি হবে।’

টসই যে ম্যাচ জয়ের মূল কারণ ছিল তেমনটাই মনে করেন ভারতের অধিনায়ক। কোহলি বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল টসে জেতা, যা আমরা জিতেছি। এরপর আমাদের লক্ষ্য ছিল তাদের (স্কটল্যান্ড) ১১০-১২০ রানের মধ্যে আটকানো। যাতেও আমরা সফল হয়েছি। ফলে আমি আমার দলের পারফরমেন্সে আজ অনেক খুশি।’

ব্যাটিংয়ে নেমে লোকেশ রাহুল এবং রোহিত শর্মার ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৩৯ বলেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। লোকেশ রাহুল করেন ১৮ বলে ফিফটি, যা এবার বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম।

তবে এই জয়েই বেশি উল্লসিত হলে চলবে না সেটা যানা আছে ভারতের। কারণ নিউজিল্যান্ড যদি তাদের পরের ম্যাচে আফগানিস্তানকে হারায় তবে ভারত তাদের পরের ম্যাচে জয় পেলেও সেমি ফাইনালের টিকিট কাটতে ব্যর্থ হবে।

কারণ তখন নিউজিল্যান্ডের জয় হবে ৪টি আর ভারত নামিবিয়ার সাথে জয় পেলে তাদের জয় হবে ৩টি। আর এক ম্যাচ হাতে রেখে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান।

সোমবার (৮ নভেম্বর) নামিবিয়ার বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামবে ভারত।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *