৬ বলে ১ রান, ফিক্সিংয়ের গন্ধে নাম জড়ালো পাঞ্জাবের একাদশে নিয়মিত খেলা ১জন ক্রিকেটারের

মঙ্গলবার চলতি আইপিএলের দ্বিতীয় পর্বের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। শেষ ওভার পর্যন্ত ম্যাচে চাপা উত্তেজনা জারি থাকে।

শেষে রুদ্ধশ্বাস জয় হাসিল করে রাজস্থান রয়্যালস। সেই হারের জ্বালার মধ্যেই এবার বিতর্কে জড়াতে চলেছেন পাঞ্জাব কিংসের দীপক হুডা। অভিযোগ প্রমাণ হলে বড়সড় শাস্তির কোপ নামতে পারে প্রতিভাবান অল রাউন্ডারের ঘাড়ে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হওয়া ওই ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে মাত্র ২ রানে হেরে যায় পাঞ্জাব কিংস।

ম্যাচ শেষের পর হারের জ্বালা বুকে নিয়েই অল রাউন্ডার দীপক হুডা জানতে পারেন যে তাঁর আচরণ হজম করতে পারেনি বিসিসিআইয়ের দুর্নীতি বিরোধী শাখা বা অ্যান্টি কোরাপশন ইউনিট।

পাঞ্জাব কিংস ক্রিকেটারের এক সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরেই যত বিতর্ক দানা বাঁধে। হুডা বিসিসিআই দুর্নীতি বিরোধী আইন লঙ্ঘন করেছেন বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামার বেশ কিছু সময় আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন দীপক হুডা।

যে ছবিতে তাঁকে দলের লোগো লাগানো হেলমেট পরতে দেখা গিয়েছে। ওই পোস্টে হুডার ‘Here we go’ ক্যাপশন দেখা মনে হচ্ছে যে তিনি জানাচ্ছেন এই ম্যাচে দলের প্রথম একাদশে তাঁর উপস্থিতির কথা।

দুই শিবিরের প্রথম একাদশের তালিকা ঘোষণা হওয়ার আগে ক্রিকেটারের সংশ্লিষ্ট পোস্টে দলের কম্পোজিশন সম্পর্কে বিশেষ সংকেত দেওয়া হয়েছে বলে মনে করছে বিসিসিআইয়ের দুর্নীতি বিরোধী শাখা।

হুডার এই আচরণ আইন বিরুদ্ধ বলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণ হলে দীপক হুডাকে বড় শাস্তির মুখে পড়তে হতে পারে।

বেনিয়ম রোধে বিসিসিআইয়ের জিরো টলারেন্স পলিসির অংশ হিসেবে দুর্নীতি বিরোধী শাখা বা এসিইউ-র বর্তমান প্রধান শাবির হুসেন শেখাদম খান্ডওয়াওয়ালা ও তাঁর দল সংযুক্ত আরব আমিরশাহীতে চলতে থাকা আইপিএলে কড়া নজরদারি চালাচ্ছেন।

টুর্নামেন্টকে ঘিরে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যাতে কোনও অপরাধ না ঘটে, সেটা দেখাও এই দলের প্রধান কাজের অংশ। সেই এসিইউ প্রধানের চোখেই দীপক হুডার আচরণ অপরাধ বলে মনে হয়েছে।

মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল পাঞ্জাব কিংস। ২০ ওভর শেষে ১৮৫ রান তুলতে সক্ষম হয় রাজস্থান রয়্যালস।

জবাবে নির্ধারিত লক্ষ্যের ২ রান আগে থেমে যায় কেএল রাহুলের দল। ম্যাচ ব্যাট হাতে খাতাই খুলতে পারেননি দীপক হুডা। বল হাতেও তিনি উইকেট নিতে ব্যর্থ হন। উল্টে তিনি অনেক রান দিয়ে দেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *