৬৯ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লো রোহিত-রাহুল

লর্ডস টেস্টে টসে জিতে মেঘলা আবহাওয়ার ফায়দা তুলতে ব্যর্থ জো রুটের বোলাররা। ব্যাট হাতে লোকেশ রাহুল ও রোহিত শর্মা দাপট দেখালেন, যদিও কেরিয়ারের অষ্টম তথা বিদেশে প্রথম টেস্ট শতরানের জন্য রোহিতের অপেক্ষা আরো বাড়িয়েছে এন্ডারসন, তবে ঠিকই সেঞ্চুরি পেয়েছেন লোকেশ রাহুল।

লর্ডসে এদিন রোহিত ও রাহুলের জুটি ভাঙল ৬৯ বছরের পুরানো রেকর্ড। ১৯৫২ সালে ভিনু মানকড় ও পঙ্কজ রায়ের ওপেনিং জুটিতে করেছিলেন ১০৬ রান। এদিম ম্যাচের ৩৬ ওভারে সেই রেকর্ডটি ভেঙে দেন রোহিত-রাহুল জুটি।

লর্ডসে প্রথম ব্যাট করতে নেমে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যালাস্টেয়ার কুক ও অ্যান্ড্র স্ট্রসের ওপেনিং জুটিতে ওঠা ১১৪ রানই ছিল এতদিনের সর্বোচ্চ। সেটিও এদিন ভারতীয় ওপেনাররা ভেঙে দিলেন। ৪৩.৪ ওভারে জেমস অ্যান্ডারসনের বলে রোহিত বোল্ড হতেই ভারতের ওপেনিং জুটি ভাঙে ১২৬ রানে।

রোহিত ১৪৫ বলে ৮৩ রান করে আউট হন। এই রানে তিনি হাকিয়েছিকেন ১১টি চার ও একটি ছয়। অন্যদিকে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত আছেন লোকেশ রাহুল।

প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২৭৬ রান। রাহুল ১২৭ রানে অপরাজিত আছে। প্রথম টেস্টে শূন্য রানে আউট হওয়া কোহলি আজ ৪২ রান করে অলি রবিনসনের বলে আউট হয়েছেন। ইংল্যান্ডের পক্ষে এন্ডারসন দুইটি ও রবিনসন একটি উইকেট নিয়েছেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *