আবুধাবি টি-টেন লিগের পঞ্চম আসরের শিরোপা জিতেছে ডেকান গ্ল্যাডিয়েটর্স। হাই ভোল্টেজ ফাইনালে দিল্লী বুলসকে ৫৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ডেকান।







আবুধাবিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লীর অধিনায়ক ডোয়াইন ব্রাভো। সিদ্ধান্তটি যে আত্মঘাতী ছিল তা বুঝতে বেশি সময় লাগেনি।
দুই ওপেনার টম কোহলার-ক্যাডমোর ও আন্দ্রে রাসেল শুরু থেকেই দিল্লীর বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন।







দিল্লী বুলস ডেকানের কোনো উইকেটের পতন ঘটাতে পারেনি। নির্ধারিত ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ডেকানের সংগ্রহ দাঁড়ায় ১৫৯ রান। ১০ ওভারে মধ্যে একাই ৫.২ ওভার ব্যাটিং করেন রাসেল।
মাত্র ৩২ বলে ৯০ রান করে অপরাজিত থাকেন রাসেল, হাঁকান ৯টি চার ও ৭টি ছক্কা। ৯টি চার ও ৭টি ছক্কায় ২৮ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন কোহলার-ক্যাডমোর।







জয়ের লক্ষ্যে খেলতে নেমে দিল্লী রানের পাহাড়ে চাপা পড়ে। চন্দরপল হেমরাজ ছাড়া কেউই ব্যাট হাতে প্রতিরোধ গড়তে পারেননি। হেমরাজের ২০ বলে গড়া ৪২ রানের ইনিংস শুধু পরাজয়ের ব্যবধানই খানিক কমিয়েছে।
নির্ধারিত ১০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে দিল্লীর সংগ্রহ দাঁড়ায় ১০৩ রান। টিমাল মিলস, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও অডিন স্মিথ দুটি করে উইকেট শিকার করেন। ব্যাট হাতে বিধ্বংসী রাসেল বল হাতে একটি উইকেটও পেয়েছেন।






