পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দল অলআউট হয়েছে ১০১ রানে। বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের পক্ষে চারটি উইকেট শিকার করেছেন নাইমুর রহমান নয়ন।







সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নামে আফগানিস্তান। দুর্দান্ত শুরু করেন উদ্বোধনী ব্যাটসম্যান সাবাউন বানুরি।
ওভার দুই ওভারেই ১৬ রান তুলে ফেলে আফগানিস্তান। অবশ্য আফগানদের লাগাম টেনে ধরতে বেশি সময় নেননি বাংলাদেশের যুবারা। ষষ্ঠ ওভারে ২১ রানে সুলিমান সফিকে শিকার করে শুরুটা করেন রিপন মন্ডল।







দ্বিতীয় উইকেটে সাবাউনের সাথে ২০ রানের জুটি গড়েন ইসহাক জাজাই। ১২ বলে ১২ রান করে ইসহাক বোল্ড হন গোলাম কিবরিয়ার বলে।
শুরুতে ঝড় তোলা সাবাউন ৩ চার ও ১ ছক্কায় ২৭ বলে ২৫ রান করে কিবরিয়ার দ্বিতীয় শিকারে পরিণত হন। ৪৪ রানে তিনটি উইকেট হারায় আফগানিস্তান।
চতুর্থ উইকেটে আবার ২০ রানের জুটি পায় সফরকারীরা। একই ওভারে ইজাজ আহমেদ ও আল্লা নূরকে শিকার ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে আনেন নয়ন।







আফগানিস্তানদের পরবর্তী দুইটি উইকেটও নয়ন শিকার করেন। এই বাঁহাতি স্পিনারের ঘূর্ণিতে দিশেহারা হয়ে ৮৩ রানে ৮ উইকেট হারিয়ে সফরকারীরা।
শেষ পর্যন্ত আফগানিস্তান সংগ্রহ করে ১০১ রান। ৪৩তম ওভারেই অলআউট হয়েছে সফরকারীরা। কামরান হোতাক ৭৬ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন।
১০ ওভারে ৪টি মেডেনসহ ১৪ রানে ৪ উইকেট শিকার করেন নয়ন। ৮ ওভারে ২০ রান খরচ করে পেসার কিবরিয়া নেন ২টি উইকেট।
অধিনায়ক এসএম মেহেরব হাসান ৮.৩ ওভারে ১ মেডেনসহ ১৪ রান খরচায় নেন ১টি উইকেট এবং পেসার রিপন ৯ ওভারে ২৬ রান দিয়ে শিকার করেন ১টি উইকেট।






