৪ ওভারে মাত্র ২ রানের বিনিময়ে ২টি উইকেট, বল হাতে আগুন ঝরালেন KKR-এর বেঙ্কটেশ আইয়ার

৪ ওভারে ২২টি ডট বল। ২টি মেডেন ওভা৪-সহ মাত্র ২ রানের বিনিময়ে ২টি উইকেট। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বল হাতে রীতিমতো আগুন ঝরালেন বেঙ্কটেশ আইয়ার।

ব্যাট হাতে ৭টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে অপরাজিত ৩৬ রান করেন কেকেআরের তারকা অল-রাউন্ডার। মূলত ব্যাটে-বলে বেঙ্কটেশের দুরন্ত পারফর্ম্যান্সের সুবাদে বিহারকে বিধ্বস্ত করল মধ্যপ্রদেশ।

দিল্লিতে সৈয়দ মুস্তাক আলি ট্রফির এলিট ডি-গ্রুপের ম্যাচে মাঠে নামে বিহার ও মধ্যপ্রদেশ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিহার।

তারা ১৮ ওভারে মাত্র ৫৯ রানে অল-আউট হয়ে যায়। সাকিবুল গনি ২১ ও সূরজ কাশ্যপ ১৭ রান করেন। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি।

বেঙ্কটেশের ২ রানে ২ উইকেট ছাড়া আবেশ খান ৩ ওভারে ৬ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। এছাড়া কুলদীপ সেন ও মিহির হিরওয়ানি ২টি করে উইকেট নেন। ১টি উইকেট নিয়েছেন কুমার কার্তিকেয়া।

পালটা ব্যাট করতে নেমে মধ্যপ্রদেশ ৫.৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৬০ রান তুলে নেয়। ৮৬ বল বাকি থাকতে ৯ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে মধ্যপ্রদেশ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *