ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের প্রথম কোয়ালিফায়ারে দিল্লী ক্যাপিটালসকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচ হারায় দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়তে হবে দিল্লীকে।







দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান জড়ো করে দিল্লী। দলের পক্ষে অর্ধশতক হাঁকান ওপেনার পৃথ্বী শো ও অধিনায়ক রিশভ পান্ট।
৩৪ বলের মোকাবেলায় ৭টি চার ও ৩টি ছক্কায় সর্বোচ্চ ৬০ রান আসে শো এর ব্যাট থেকে। ৩টি চার ও ২টি ছক্কায় ৩৫ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন পান্ট।







এছাড়া শিমরন হেটমেয়ার ২৪ বলে ৩৭ রান করেন। চেন্নাইয়ের পক্ষে জশ হ্যাজলউড দুটি উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৩ রানেই ফাফ ডু প্লেসিসকে হারিয়ে ফেলে চেন্নাই। তবে রুটুরাজ গাইকোয়াদ ও রবিন উথাপ্পা প্রতিরোধ গড়ে তোলেন। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ১১০ রানের পার্টনারশিপ।
তবে উথাপ্পার বিদায়ে দল খানিকটা খেই হারিয়ে ফেলে। ৭টি চার ও ২টি ছক্কা হাঁকানো উথাপ্পা ৪৪ বলে ৬৩ রান করেন। গাইকোয়াদ অর্ধশতক হাঁকিয়ে এক প্রান্ত আগলে রাখেন।







তবে ৫০ বলে ৭০ রান করার পর সাজঘরের পথ ধরতে হয় তাকেও। তারও আগে শার্দূল ঠাকুর ও আম্বাতি রাইডু ব্যর্থ হয়ে ফিরে গেলে দায়িত্ব বর্তায় মঈন আলীর কাঁধে।
তবে ১২ বলে ১৬ রান করে মঈন ফিরলে আবারও চেন্নাই চাপে পড়ে যায়। সেই চাপ থেকে দলকে উদ্ধার করেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
৩০০ স্ট্রাইক রেটে ৬ বলে ৩টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে ১৮ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন শেষ ওভারের চতুর্থ বলে।






