ওভালে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৯১ রানেই অলআউট হয়েছে ভারত।







রোহিত-পূজারাদের ব্যর্থতার পর অধিনায়ক বিরাট কোহলি ও শার্দুল ঠাকুরের ফিফটিতে সম্মান বাঁচিয়েছে সফরকারীরা।
ঝড়ের বেগে ব্যাট চালিয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে কোহলির দলের সম্মান বাঁচান মূলত শার্দুল ঠাকরই।
টসে হেরে ব্যাট করতে নেমে রোহিত, লোকেশ রাহুল, ও পুজারা ফেরেন ৩৯ রানের মধ্যেই। ৬৯ রানে ফেরেন পাঁচ নম্বরে নামা জাদেজা।







তখনও একাই লড়াই করে যান অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু ফিফটি তুলে নেওয়ার পরই ফিরে গেলে আবার একের পর এক উইকেট হারাতে থাকে সফরকারীরা। ১২৭ রানেই ৭ ব্যাটসম্যান ফিরে যান।
এরপর ব্যাটিংয়ে নেমে রীতিমতো ঝড় তোলেন শার্দুল ঠাকুর। ইনিংসে সবচেয়ে বড় জুটিটা গড়েন উমেশ যাদবকে নিয়ে ৬৩ রানের জুটির পর দলীয় ১৯০ রানে ফেরেন তিনি। দল ১৯১ রানেই গুটিয়ে যায়।
ফেরার আগে ৩৬ বলে ৭ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫৫ রান করে। তার আগেই অবশ্য গড়েন দ্রুততম ফিফটির রেকর্ড। মাত্র ৩১ বলে ফিফটি তুলে নিয়ে ইংল্যান্ডের মাটিতে টেস্টে সবচেয়ে দ্রুততম ফিফটির মালিক বনে যান তিনি।







এর আগে এই রেকর্ড দখলে ছিল ইয়ান বোথামের। ১৯৮৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩২ বলে ফিফটি পূরণ করেছিলেন এই ইংলিশ ব্যাটসম্যান। তারও আগে ১৯৯৩ সালে ৩৩ বলে দ্রুততম ফিফটি তুলে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্লিফোর্ড রোচ।
শার্দুল ঠাকুর এদিন ভারতের হয়ে টেস্টে দ্রুততম ফিফটির রেকর্ডও গড়েন। সাদা পেশাকে ভারতের হয়ে সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ড কপিল দেবের। ১৯৮২ সালে ৩০ বলে করাচিতে পাকিস্তানের বিপক্ষে ফিফটি করেছিলেন তিনি।






