মোহাম্মদ হাফিজকে পেছনে ফেলে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন বাবর আজম।







বাংলাদেশের বিপক্ষে শুক্রবার (১৯ নভেম্বর) শুরু হওয়া তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ব্যক্তিগত ৮ রান করে হাফিজকে স্পর্শ করেন বাবর। নিজের ৬৮তম ম্যাচ খেলতে নামা বাবর ২৫০৭ রানে মাঠে নামেন।
যেখানে দেশটির অভিজ্ঞ ব্যাটার হাফিজ এতদিন ১১৯ ম্যাচে ২৫১৪ রান নিয়ে শীর্ষে ছিলেন। খেলেছিলেন ১০৮টি ইনিংস। তবে মাত্র ৬৩ ইনিংস খেলেই মাইলফলকটি স্পর্শ করেন বাবর।







আর দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১ রান করে মোস্তাফিজের বলে আউট হয়েছেন বাবর। এই ১ রানেই মোহাম্মদ হাফিজকে পেছনে ফেলে এখন পাকিস্তানের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক তিনি। তাও হাফিজের চেয়ে ৪৪ ইনিংস কম খেলে। এসময় ডানহাতি এই ব্যাটার ৪৭.৪৫ গড় ও প্রায় ১৩০ স্ট্রাইক রেটে একটি সেঞ্চুরিসহ করেছেন ২৪টি হাফসেঞ্চুরি।
মাত্র ৬৪ ইনিংস খেলে বাবরের রান এখন ২ হাজার ৫১৫। আর ১১০ ইনিংসে শোয়েব মালিক করেছেন ২ হাজার ৪২৩ রান। চলতি পঞ্জিকাবর্ষে বাবর টি-টোয়েন্টিতে ২২ ইনিংসে রান করেছেন ৮৩৪টি।







তার সামনে আছেন কেবল উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বব্যাপী ৭ নম্বরে উঠে এলেন বাবর।
৯৫ ম্যাচে ৩২২৭ রানে শীর্ষে রয়েছেন ভারতীয় তারকা বিরাট কোহলি। এরপরের স্থানগুলোতে রয়েছেন যথাক্রমে মার্টিন গাপটিল, রোহিত শর্মা, অ্যারন ফিঞ্চ, পল স্টার্লিং ও ডেভিড ওয়ার্নার।






