১২৬ বছর আগেরর রেকর্ড ভাঙ্গলো ভারতীয় ব্যাটসম্যানরা

লিডসে এমনিতেই একাধিক অস্বস্তিকর ‘নজির’ তৈরি করেছে ভারত। চতুর্থ দিনে তেমনই এক ‘নজির’-এর মুখে পড়তে হল বিরাট কোহলিদের। যা কিনা টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র একবার হয়েছিল – ১২৬ বছর আগে।

যখন কিনা ভারত টেস্ট ক্রিকেট খেলাই শুরু করেনি। দ্বিতীয়বার সেই ‘নজির’ গড়েছে ভারত। কী সেই ‘নজির’? ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৮ রানে অল-আউট হয়ে গিয়েছিল ভারত।

দ্বিতীয় ইনিংসে ভারত তুলেছিল ২৭৮ রান। অর্থাৎ প্রথম ইনিংসের ৭৮ রানের আগে ‘২’ জুড়েছে। সেই ‘নজির’ বিশ্ব ক্রিকেটের ইতিহাসে বিরল। একমাত্র ১৮৯৫ সালে তা হয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭৫ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড।

কিন্তু বড় লিড নিতে ব্যর্থ হয়েছিল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১২৩ রানে অল-আউট হয়ে গিয়েছিলেন অজিরা। দ্বিতীয় ইনিংসে অবশ্য বড় রান করেছিল ইংল্যান্ড।

অধিনায়ক অ্যান্ড্রু স্টোডডার্টের ১৭৩ রানের সৌজন্যে ৪৭৫ রান তুলেছিল। অর্থাৎ ইংল্যান্ড প্রথম ইনিংসের স্কোর এবং দ্বিতীয় ইনিংসের স্কোরের শেষ দুটি সংখ্যা একই ছিল। শুধু ইংল্যান্ডের প্রথম ইনিংসের স্কোরের আগে ‘৪’ জুড়ে গিয়েছিল। যে টেস্টে ৯৪ রানে জিতে গিয়েছিলেন ইংরজেরা।

কোহলিরা অবশ্য তেমন কিছু করতে পারেননি। বরং এক ইনিংস এবং ৭৬ রানে লিডস টেস্টে হেরে গিয়েছে ভারত। এমনিতেই এবারের ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের ব্যাটিং এবং আউটের ধরন নিয়ে প্রশ্ন উঠছে।

একমাত্র রোহিত শর্মা এবং কে এল রাহুলকে স্বাচ্ছন্দ্যে দেখিয়েছি। বাকিরা সেই একই ধাঁচে অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হচ্ছেন।

কয়েকজন তো বিরাটকে হুবহু নকল করতে গিয়ে ডুবছেন। ইংল্যান্ডে সুইং সামলানোর জন্য ক্রিজ থেকে অনেকটা বেরিয়ে এসে খেলছেন।

ফ্রন্টফুটে খেলছেন তাঁরা। ব্যাকফুটে দাঁড়িয়ে বলের জন্য অপেক্ষা করছেন না। বরং আগেই বলের উপর ঝাঁপিয়ে পড়ছেন।

তাতেও অবশ্য কোনও লাভ হয়নি। ক্রিজের বাইরে বেরিয়েও সুইংয়ের কাছে পরাস্ত হয়েছেন চেতেশ্বর পূজারা, অঙ্কিজা রাহানে, ঋষভ পন্তরা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *