হিন্দুর মাঝে দাঁড়িয়ে রিজওয়ানের মাগরিবের নামাজ আদায়ের মন্তব্যেঃ হার্শার টুইট “ওয়াকার ক্ষমা চাইবেন”

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে পাকিস্তানের জয় দেখে আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে বেফাস মন্তব্য করেছিলেন ওয়াকার ইউনুস। পাকিস্তানের কিংবদন্তি পেসারের সেই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ভেঙ্কটেস প্রসাদ ও জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

পাক-ভারত ম্যাচের এক পর্যায়ে (পানীয় বিরতিতে) মাগরিবের নামাজ আদায় করেছিলেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানি ওপেনারের নামাজ দেখে উসকানিমূলক মন্তব্য করেছিলেন ওয়াকার।

ওয়াকার বলেছিলেন, ‘সবচেয়ে ভালো কাজ রিজওয়ান করেছে। সে মাঠে দাঁড়িয়েই নামাজ আদায় করে। এতোজন হিন্দুর মাঝে দাঁড়িয়ে। এটা আমার জন্য বিশেষ একটা ব্যাপার।’

এই মন্তব্যের সমালোচনা করে ভারতের সাবেক পেসার ভেঙ্কটেস প্রসাদ বলেন, ‘সে জিহাদি মাইন্ডসেটকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। এটা খেলা। কী একটা লজ্জার বিষয়!’

ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে এই মন্তব্য নিয়ে বলেন, ‘আমি আশা করব পাকিস্তানে অনেক ক্রীড়া সমর্থক আছে এবং তারা এমন মন্তব্যের খারাপ দিক খুঁজে পাবে। এমন মন্তব্যে আমি হতাশ। আমাদের মতো ক্রীড়াপ্রেমিরা এতে হতাশ হওয়ার কথা। আমি নিশ্চিত ওয়াকার এই ব্যাপারে ক্ষমা চাইবেন।’

হার্শার ফিরতি টুইটেই হয়তো টনক নড়েছে ওয়াকারের। এমন মন্তব্যের কারণে ক্ষমা চেয়েছেন তিনি। ম্যাচের উত্তেজনা ধরে না রাখতে পেরেই এমন মন্তব্য করেছেন ওয়াকার।

তিনি বলেন, ‘ম্যাচের উত্তপ্ত পরিস্থিতিতে আমি এমন মন্তব্য করেছি। এটা অনেকের খারাপ লেগেছে। আমি এর জন্য ক্ষমা চাই। এটা কেবলই একটি ভুল। মাঠের খেলা ধর্ম, গায়ের রঙ ও জাতি ভেদে সবাইকে একত্রিত করে।

এবং মুসলমানরা যে জাগাতে আজান শুনবে, সে যদি পশে মসজিদ না পায় ওবে, ওযু অবস্থায় থাকলে ওই জাগতেই সে নামাজ আদায় করবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *