হার্দিক পান্ডিয়া টি২০ বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে খুলাখুলি কথা বললেন রোহিত শর্মা

ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে নিয়ে লুকোচুরি চলছেই। ইন্ডিয়ান প্রিমিয়ায় লিগের (আইপিএল) এবারের আসরে কোনো ম্যাচেই বল হাতে দেখা যায়নি এই পেস বোলিং অলরাউন্ডারকে।

মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, এখনও একটি বলও করেননি হার্দিক। যদিও আগামী এক সপ্তাহের মধ্যেই বল হাতে ফিরতে পারেন এই পেসার এমনটাই মনে করেন তিনি। যদিও এই পুরো বিষয়টিই ছেড়ে দিয়েছেন চিকিৎসক ও ট্রেনারদের হাতে।

রোহিত বলেছেন, ‘তার বোলিংয়ের কথা যদি বলি, সে এখনও বল করেনি। তাই ফিজিও, ট্রেনার ও মেডিক্যাল স্টাফরা তার বোলিং নিয়ে কাজ করছে।

এখন পর্যন্ত আমি যতটা জানি এখন পর্যন্ত সে একটি বলও করেনি। একটি ম্যাচে তাকে আমাদের দেখতে হবে এবং বুঝতে হবে সে কোন অবস্থায় আছে।’

হার্দিক ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড। আইপিএলের এবারের আসরে প্লে অফের আগেই বাদ পরে গেছে মুম্বাই। ফলে এই মেগা ইভেন্টের আগে বিশ্রামের সুযোগ পাচ্ছেন হার্দিক। যদিও তাকে বিশ্বকাপে পুরোদস্তর অলরাউন্ডার হিসেবে দেখা যাবে বলে বিশ্বাস রোহিতের।

তিনি বলেন, ‘আজকেও সে বল করেনি। কিন্তু তার অবস্থার উন্নতি হচ্ছে দিনকে দিন। সম্ভবত আগামী সপ্তাহে সে বল করতে পারবে। শুধুমাত্র ডাক্তার আর ফিজিওরাই এই ব্যাপারে বিস্তারিত বলতে পারবে।’

শুধু বোলিং নয় হার্দিকের ব্যাটিং নিয়েও দুশ্চিতা রয়েছে। আইপিএলের এবারের আসরে ১১ ইনিংসে মোটে তার ব্যাট থেকে এসেছে ১২৭ রান। গড় মাত্র ১৪.১১ আর স্ট্রাইক রেট ১১৩.৩৯। এর মধ্যে একটি ৪০ রানের অপরাজিত ইনিংস রয়েছে তার।

হার্দিকের ব্যাটিং প্রসঙ্গে রোহিত বলেন, ‘হার্দিকের ব্যাটিং চিন্তার কারণ, সেও এই বিষয়ে কিছুটা হতাশ। কিন্তু সে কোয়ালিটি প্লেয়ার এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে সে আগের মতো এবারও কঠিন পরিস্থিতি থেকে ঘুড়ে দাঁড়াবে। সে ব্যক্তিগতভাবে নিজের ব্যাটিং নিয়ে চিন্তিত নয়।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *