সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক এইডেন মার্করাম লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। কোন উইকেট না হারিয়ে প্রথম ওভারে ৫ রান তুলল হায়দরাবাদ. মায়াঙ্ক ও আনমোলপ্রীত ব্যাট করতে নেমেছেন। প্রথম ওভার বল করেছেন কাইল মায়ার্স।
২.৫ ওভারে প্রথম উইকেট হারাল হায়দরাবাদ। তিন ওভার শেষে হায়দরাবাদ স্কোর ২১/১ রান। আনমোলপ্রীত ১২ রান করে ক্রিজে রয়েছেন। চতুর্থ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ১ উইকেটে ২৪ রান । পঞ্চম ওভার শেষে হায়দরাবাদের স্কোর ১ উইকেটে ৩৩ রান তুলে। ছয় ওভার শেষে হায়দরাবাদের স্কোর ১ উইকেটে ৪৩ রান।
রবি বিষ্ণোই-এর এই ওভারে মাত্র পাঁচ রান এসেছে। আনমোলপ্রীত সিং ২৪ বলে ৩০ রান করে খেলছেন এবং রাহুল ত্রিপাঠি ১১ বলে ৯ রান করে খেলছেন। সাত ওভার শেষে ১ উইকেটে ৪৮ রান।
আউট হলেন আনমোলপ্রীত সিংম্যাচে নিজের দ্বিতীয় উইকেট শিকার করলেন ক্রুণাল পান্ডিয়া। ২৬ বলে ৩১ রান করে সাজঘরে ফিরলেন আনমোলপ্রীত সিং। আউট এইডেন মার্করাম প্রথম বলেই বোল্ড হলেন হায়দরাবাদ-এর অধিনায়ক মার্করাম। ৫০ রানে তিন উইকেট হারাল সানরাইজার্স।
আউট হ্যারি ব্রুক, চার বলে তিন রান করে রবি বিষ্ণোই-এর বলে স্টাম্প আউট হলেন হ্যারি ব্রুক। ৮.৬ ওভারে সানরাইজার্স স্কোর ৫৫/৪ রান। ১০ ওভার শেষে ৪ উইকেটে ৬৩ রান।
১২ ওভার শেষ হায়দরাবাদ স্কোর ৬৯/৪ রান। বেশ চাপে রয়েছেন হায়দরাবাদ। ১৪ ওভার শেষে ৪ উইকেটে ৭৬ রান । দারুণ একটা স্পেল করলেন ক্রুণাল পান্ডিয়া। এই ওভারে তিনি মাত্র এক রান খরচ করলেন। মোট চার ওভার বল করে ১৮ রান দিয়ে তিন উইকেট নিলেন তিনি। ১৬ ওভার শেষে ৪ উইকেটে ৮৪ রান
যশ ঠাকুরের বলে পিছনে বাউন্ডারি খুঁজতে গিয়ে অমিত মিশ্রের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রাহুল ত্রিপাঠি। ৪১ বলে ৩৫ রান করে আউট হন তিনি। ১৭.২ ওভারে SRH স্কোর ৯৪/৫ রান।
আব্দুল সামাদ ব্যাট করতে নেমেছেন। ৩ বলে সাত রান করে খেলছেন তিনি। ১৮ ওভার শেষে ৫ উইকেটে ১০২ রান তুলে হায়দরাবাদ। অমিত মিশ্রের বলে ছক্কা মারতে গিয়ে দীপক হুডারে হাতে ক্যাচ দিয়ে বসেন ওয়াশিংটন সুন্দর। ২৮ বলে ১৬ রান করে সাজঘরে ফিরলেন তিনি।
ফের উইকেট পেলেন অমিত মিশ্র। বড় শট মারতে গিয়ে দীপক হুডার হাতে ক্যাচ দিয়ে বসেন আদিল রশিদ। ১৯ তম ওভারে ৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেন অমিত মিশ্র।
অমিত মিশ্র জায়গায় মাঠে এলেন আয়ুষ বাদোনি। তারপরেই বল করতে আসেন উনাদকাট। তবে সেই ওভারের প্রথমেই রান আউট হলেন উমরান মালিক। ২০ ওভার শেষে ৮ উইকেটে ১২১ রান তুলেন হায়দাবাদ।