হাজারো অপবাদের মুখে তালা দিয়ে বিশ্বকাপে সর্বপ্রথম যে কাজ করলেন বিরাট কোহলি

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরপর পাকিস্তান (Pakistan) ও নিউজিল্যান্ডের (New Zealand) কাছে লজ্জাজনক হারের সম্মুখীন হয় ভারত (India)।

এরপর থেকেই বিরাট কোহলির (Virat Kohli) অধিনায়কত্ব নিয়ে উঠছিল প্রশ্ন। বিশ্বকাপের পরেই টি-২০ এর অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট, আর এরপর ওনাকে এক দিবসিয় ম্যাচের অধিনায়কত্ব থেকে সরানোরও দাবি উঠছিল।

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরপর পাকিস্তান (Pakistan) ও নিউজিল্যান্ডের (New Zealand) কাছে লজ্জাজনক হারের সম্মুখীন হয় ভারত (India)।

এরপর থেকেই বিরাট কোহলির (Virat Kohli) অধিনায়কত্ব নিয়ে উঠছিল প্রশ্ন। বিশ্বকাপের পরেই টি-২০ এর অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট, আর এরপর ওনাকে এক দিবসিয় ম্যাচের অধিনায়কত্ব থেকে সরানোরও দাবি উঠছিল।

অন্যদিকে, স্কটল্যান্ডকে মাত্র ৮৫ রানেই শেষ করে দেয় ভারতীয় বোলাররা। এরপর ভারত ব্যাট করতে নেমে মাত্র ৬ ওভার তিন বলেই দুই উইকেটে রান তুলে নেয়।

স্কটিশদের এভাবে হারানোর জেরে ভারতের রানরেট অনেকটাই বেড়ে যায়। আফগানিস্তান আর নিউজিল্যান্ডের ম্যাচে কোনও ক্রমে যদি কিউয়িরা হেরে যায়, তাহলে এই রানরেটই ভারতকে সেমিফাইনালে নিয়ে যেতে সাহায্য করবে।

তবে, শুধু ম্যাচ হারা না, এবারের বিশ্বকাপে আরও একটি কারণে কটাক্ষের শিকার হতে হয়েছিল বিরাট কোহলিকে। সেটি হল টসে হারা। মরু দেশে টসে জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল।

টসে জিতে প্রথমে বল করা যেন আশীর্বাদের মতো হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু বিরাট কোহলি পাকিস্তান, নিউজিল্যান্ড আর আফগানিস্তান পরপর তিনটি ম্যাচেই টসে হেরে যাওয়ায় ভারতীয় দলের সমর্থকরা তাঁকে অপয়া বলেও কটাক্ষ করেছিল।

কিন্তু স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে সেই অপবাদ ঘুচিয়ে দেন কোহলি। শুক্রবার স্কটিশদের ম্যাচে হারানোর আগেই টসে হারিয়ে অনেকটাই শান্তি পান ভারতীয় অধিনায়ক।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *