বাবরের আশা ছিল অস্ট্রেলিয়ার লক্ষ্যমাত্রাটা নাগালের বাইরে নিয়ে যাবেন আফ্রিদি। শাহিনের তৃতীয় বলেই বড় এক সুযোগ আসে। ডিপ মিড উইকেটে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন ওয়েড। কিন্তু সেই ক্যাচ ফেলে দেন হাসান আলী।







কিছুটা দৌড়ে আসতে হলেও ক্যাচটা একদম হাতেই পেয়েছিলেন তিনি। কিন্তু সহজ এই ক্যাচ হাত থেকে ছুটে যায় হাসানের। অনেক মূল্য দিয়ে এই ভুলের দাম চোকাতে হয় পাকিস্তানকে।
নতুন জীবন পেয়ে ওয়েড আর কোনো সুযোগই দেননি পাকিস্তানকে, শাহিনের পরের তিন বলে টানা তিন ছক্কায় বাবর-শাহিনদের স্বপ্ন শেষ করে দেন তিনি।







স্বাভাবিকভাবেই পাকিস্তানের সবার ক্ষোভ এখন হাসানের ওপর। তবে এমন দুরবস্থায় তার পাশে ওয়াসিম আকরাম।
তিনি চান না যে দেশের সবাই এখন হাসানকে গালমন্দ করুক। ওয়াসিম আকরাম বলেন, আমরা একদমই চাই না যে দেশের সবাই এখন বেচারা হাসানের পেছনে লাগুক। এমন পরিস্থিতির মধ্য দিয়ে আমি আর ওয়াকার ইউনিসও গিয়েছি।







অন্যান্য দেশে ক্রিকেটটা শুধুই একটা খেলা। দিনের শেষে সেখানে ‘ভালো খেলেছ’, ‘চেষ্টাটা ভালো ছিল’, ‘পরেরবার ভালো হবে’ ইত্যাদি বলে ব্যাপারটা ভুলে যাবেন। এভাবে ক্যাচ মিস মেনে নেওয়া খেলোয়াড়দের জন্য যতটা কঠিন, সমর্থকদের জন্যও ততটাই কঠিন।
অন্যদিকে হবু জামাই শাহিন আফ্রিদির উপর ক্ষোভ ঝাড়লেন আফ্রিদি। তিনি বলেন, আমি শাহিনের উপর খুশি না,হাসান আলি যদি একটি ক্যাচ ফেলেন, তার মানে এই নয় যে শাহীন আফ্রিদি ৩ বলে ৩টি ছক্কা খাবে। ‘






