“স্মরণীয় এক বিদায়” রিজ্জির উপহার ইসলাম ধর্মের প্রতি আমার আগ্রহ আরো বাড়াবে, হেইডেন

বিদায়বেলায় চমৎকার একটি উপহার পাওয়ার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ম্যাথু হেইডেন। পাকিস্তানের বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চুক্তিও শেষ হয়ে গেছে হেইডেনের।

পাকিস্তান ক্রিকেট দলের কাছ থেকে স্মরণীয় এক বিদায়ই পেয়েছেন হেইডেন। সেমিফাইনালের আগে রিজওয়ানের মাধ্যমে কুরআনের ইংরেজি অনুবাদ পড়ার কথা জানিয়েছিলেন হেইডেন। তবে বিদায় নেওয়ার সময় মোহাম্মদ রিজওয়ান হেইডেনকে পবিত্র কোরআনের অনুবাদ উপহার দেন।
পাকিস্তান দলের ধর্মীয় সংস্কৃতি দেখে মুগ্ধ হয়েছেন হেইডেন। পাশাপাশি ধর্মের প্রতি রিজওয়ানের বাড়তি আকর্ষণও তার কাছে ভালো লেগেছে বলে জানান সাবেক এই বাঁহাতি ব্যাটসম্যান। নিউজ কর্প অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বলার সময় এসব বলেন হেইডেন।

কোরআন উপহার পাওয়াকে নিজের জীবনের অন্যতম সেরা ঘটনা বলে উল্লেখ করেন, ‘আমাকে কোরআন উপহার দিয়েছে রিজ্জি (রিজওয়ান) এবং বলতেই হবে এই চমৎকার ঘটনা আমি কখনো ভুলব না। আমি খ্রিস্টান হলেও ইসলাম ধর্ম নিয়ে আমার আগ্রহ আছে। আমি অনুসরণ করি যিশুকে আর ও (রিজওয়ান) অনুসরণ করে মোহাম্মদ (সাঃ) কে। সে হিসেবে আমাদের দুজনের চিন্তার মধ্যে বিস্তর ফারাক থাকারই কথা, কিন্তু ও আমাকে কোরআনের একটি ইংরেজি অনুবাদ উপহার দিয়েছে।’

উপহার পেয়ে সেটা কাজেও লাগাচ্ছেন হেইডেন, ‘আমরা প্রায় আধঘণ্টা বসে এ নিয়ে আলোচনা করেছি। আমি প্রতিদিনই অল্প অল্প করে কোরআন পড়ছি। পাকিস্তান দলের মধ্যে রিজ্জি আমার অন্যতম প্রিয় একজন খেলোয়াড়, সে একজন বিজয়ী।’

পাকিস্তানের ড্রেসিংরুমের বিনয়ও তাকে আকৃষ্ট করেছে, ‘তাদের বিনয় এবং পক্ষপাতহীনতা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম! দারুণ মজার একটা সময় কাটিয়েছি। তাদের কোচিং করানোও অনেক সহজ। গভীর ধর্মীয় মূল্যবোধ থেকে ওরা এটা শিখেছে। আসলে একজন পশ্চিমা হিসেবে জীবনে প্রতিশ্রুতি এবং বিশ্বাসের প্রভাব আপনি বুঝতে পারবেন না।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *