বাতিল নয়, আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল ভারত- ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট৷ ম্যানচেস্টার টেস্ট বাতিল হয়ে যাওয়ার পর বিবৃতি দিয়ে এমনই জানালো বিসিসিআই-এর তরফে৷







যার অর্থ আপাতত ২-১ ফলে সিরিজে এগিয়ে থাকলেন বিরাট কোহলিরা৷ যদিও ভারত- ইংল্যান্ড চলতি সিরিজের শেষ টেস্ট কবে হবে, তা এখনও অনিশ্চিত৷
শুক্রবার থেকে ম্যানচেস্টারে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট বাতিল হয়ে যায়৷ প্রথম ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে ট্যুইট করে এ কথা জানানো হয়৷
ভারতীয় শিবিরে করোনা হানার পরই দুই বোর্ড আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়৷ আগামী বছরের মাঝামাঝি সময়ে ফের ভারতের ইংল্যান্ড সফরে যাওয়ার কথা৷ তখনই স্থগিত হয়ে যাওয়া টেস্ট ম্যাচ খেলা হতে পারে৷







বিসিআই-এর তরফে পরে বিবৃতি দিয়ে জানানো হয়, বাতিল হয়ে যাওয়া টেস্ট ম্যাচটি ভবিষ্যতে সুযোগ মতো ফের দু’ দেশের মধ্যে খেলা হবে৷ ভারতীয় বোর্ডের এই প্রস্তাবে সম্মতি দেয় ইংল্যান্ড বোর্ড৷
দুই বোর্ডের মধ্যে আলোচনার ভিত্তিতেই ম্যাচের সূচি নির্ধারিত হবে৷ প্রস্তাব মেনে নেওয়ার জন্য ভারতীয় বোর্ডের তরফে ইংল্যান্ড বোর্ডকে ধন্যবাদ জানানো হয়েছে৷
ফলে বিরাট কোহলিরা বর্তমানে সিরিজে ২-১ ফলে এগিয়ে থাকলেও ভারতকে জয়ী ঘোষণা করা হচ্ছে না৷ ভবিষ্যতে স্থগিত হয়ে যাওয়া ম্যাচ খেলার পরই সিরিজের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে৷







বিসিসিআই জানিয়েছে, ক্রিকেটারদের সুরক্ষাকেই তারা সর্বাধিক গুরুত্ব দেয়৷ ক্রিকেটারদের সুরক্ষার বিষয়ে কোনও আপোস করা হবে না বলে জানিয়েছে বিসিসিআই৷ পাশাপাশি সিরিজ শেষ করতে না পারার জন্য সমর্থকদের কাছেও দুঃখপ্রকাশ করেছে বিসিসিআই৷
বৃহস্পতিবার করোনা ধরা পড়ে ভারতীয় দলের সাপোর্ট স্টাফ যোগেশ পারমারের৷ যদিও অধিনায়ক বিরাট কোহলি সহ দলের সব ক্রিকেটারেরই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে৷
তার পরেই পঞ্চম টেস্টের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়৷ প্রসঙ্গত ওভালে চতুর্থ টেস্ট চলাকালীনই করোনা আক্রান্ত হয়েছিলেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধর৷







Thanks . I am waiting …….