৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। নাগপুরে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এই দুই দলের সিরিজ কোনও যুদ্ধের থেকে কম নয়। শুধু খেলার মধ্যে নয়, খেলার বাইরেও দুই দলের ক্রিকেটারদের যুদ্ধে জড়াতে দেখা যায়।






ইতিহাসের পাতায় ভারত-অস্ট্রেলিয়ার এমন অনেক ম্যাচ রয়েছে, যেখানে মাঠের মধ্যে রীতিমত উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছিল।১৯৬৯ সালে ভারত সফরে এসেছিল অস্ট্রেলিয়া ।
সেই সময় প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার ব্যাটিং চলাকালীন,মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে আগুন ধরিয়ে দেন উত্তেজিত দর্শকরা।
সেই সময় প্রায় দাঙ্গার মতো পরিস্থিতি সৃষ্টি হইয়ে যায়। প্রথম ইনিংসে খেলা শান্তিপূর্ণ ভাবে চললেও দ্বিতীয় ইনিংস চলাকালীন সমস্যা দেখা দেয়। একের পর এক উইকেট হারাতে থাকা ভারতীয় দলের শ্রীনিবাস ভেঙ্কটরাঘবনকে আউট দেওয়াতেই উত্তেজিত হয়ে পড়েন ভারতীয় সমর্থকরা। সেই সময়ই আগুন ধরিয়ে দেওয়া হয়।
৪ নভেম্বর ব্র্যাবোর্ন প্রথম টেস্ট ম্যাচ শুরু হয়, ভারত টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ক্যাপ্টেন মনসুর আলি খান পতৌদির ৯৫ রানের ইনিংসের সৌজন্যে টিম ইন্ডিয়া ২৭১ রান করে। জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৪৫ রান করে।






দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারতীয় দল। টিম ইন্ডিয়া ৮৯ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে। কিন্তু ভারতীয় ইনিংসের অষ্টম উইকেট পড়ার সঙ্গে সঙ্গেই টিম ইন্ডিয়ার ভক্তরা তোলপাড় শুরু করে। কিছুক্ষণের মধ্যেই এই গোলমাল হট্টগোলে পরিণত হয়।
১১৪ স্কোরে শ্রীনিবাস ভেঙ্কটরাঘবনকে আম্পায়ার আউট ঘোষণা করেন। কিন্তু ধারাভাষ্যকার ও ভক্তরা এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেননি, এরপরই মাঠে হৈচৈ শুরু হয়। সমর্থকরা সীমানা পেরিয়ে মাঠে প্রবেশ করলে পুলিশও খেলোয়াড়দের বাঁচাতে মাঠে ঢুকে পড়ে। স্টেডিয়ামে এর মধ্যেই আগুন ধরে যায়।
পুলিশ অল্প সময়ের মধ্যে এই পরিবেশকে নিয়ন্ত্রণে আনে, তারপরে ম্যাচটি আবার শুরু হয় এবং শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ভারতকে মাত্র ১৩৭ রানে অলআউট করে। শেষ পর্যন্ত এই ম্যাচে অস্ট্রেলিয়া ৮ উইকেটে জিতে যায়।





