1/12 সবথেকে বেশি রান (অরেঞ্জ ক্যাপ): ১৬ ম্যাচে টুর্নামেন্টের সবথেকে বেশি ৬৩৫ রান করে অরেঞ্জ ক্যাপ মাখায় তোলেন চেন্নাইয়ের তরুণ ওপেনার রুতুরাজ গায়কোয়াড়।
2/12 সবথেকে বেশি ছক্কা: টুর্নামেন্টে সবথেকে বেশি ৩০টি ছক্কা হাঁকিয়েছেন পঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল।
3/12 সবথেকে বেশি চার: টুর্নামেন্টে সবথেকে বেশি ৬৪টি চার মেরেছেন চেন্নাই ওপেনার রুতুরাজ।
4/12 এক ওভারে সবথেকে বেশি রান: এক ওভারে সবথেকে বেশি ৩৬ রান তুলেছেন চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাদেজা।
5/12 সবথেকে বেশি হাফ-সেঞ্চুরি: সবথেকে বেশি ৬টি করে হাফ-সেঞ্চুরি করেছেন পঞ্জাবের লোকেশ রাহুল, চেন্নাইয়ের ফ্যাফ ডু’প্লেসি ও আরসিবির গ্লেন ম্যাক্সওয়েল।
6/12 সেঞ্চুরি: ১টি করে সেঞ্চুরি করেছেন দেবদূত পাডিক্কাল, সঞ্জু স্যামসন, জোস বাটলার ও রুতুরাজ গায়কোয়াড়।
7/12 দ্রুততম হাফ-সেঞ্চুরি: ইশান কিষাণের ১৬ বলে হাফ-সেঞ্চুরি আইপিএল ২০২১-এর দ্রুততম।
8/12 দ্রুততম শতরান: দেবদূত পাডিক্কালের ৫১ বলে শতরান এবারের আইপিএলের দ্রুততম।
9/12 সবথেকে বড় ছক্কা: সবথেকে বড় ১০৮ মিটারের ছক্কা মেরেছেন রুতুরাজ গায়কোয়াড়।
10/12 সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: এক ইনিংসে সবথেকে বেশি ১২৪ রান করেছেন জোস বাটলার।
11/12 এক ইনিংসে সবথেকে বেশি চার: এক ইনিংসে সবথেকে বেশি ১৩টি করে চার মেরেছেন শিখর ধাওয়ান ও সূর্যকুমার যাদব।
12/12 এক ইনিংসে সবথেকে বেশি ছক্কা: এক ইনিংসে সবথেকে বেশি ৮টি করে ছক্কা মেরেছেন মুম্বই ইন্ডিয়ান্সের কায়রন পোলার্ড ও পঞ্জাবের লোকেশ রাহুল।