সেঞ্চুরি হাকিয়ে ১ সাথে ৬টি রেকর্ড স্পর্শ করলেন রোহিত শর্মা

নটিংহ্যামের প্রথম টেস্ট ড্র হয়েছে। লর্ডসে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে ১-০ লিড নেয় ভারত। লিডসে তৃতীয় টেস্টে জয় তুলে নিয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় ইংল্যান্ড।

এই অবস্থায় সিরিজের চতুর্থ টেস্ট শুরু ওভালে। বলাবাহুল্য, চতুর্থ টেস্টে যে দল জিতবে, সিরিজ হারের আশঙ্কা কাটিয়ে উঠবে তারা।

১ম ইনিংসে সুবিধা করে উঠতে না পারলেও ২য় ইনিংসের ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারতীয় ব্যাটসম্যানরা। ভারত প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অলয়াউট হয়ে যায়।

অন্যদিকে ইংল্যান্ড প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দিনের শেষ ভাগে ভাল করতে না পারলেও মিডেল অর্ডারের বেয়ারস্টো ও অলি পোপের বড় জুটি ইংল্যান্ডের স্কোর বোর্ডে ২৯০ রান যোগ করে।

ওভাল টেস্টের ২য় দিনের শেষার্ধে ভারতে তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করার জন্য আসে। কে এল রাহুল ও রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ে বিনা উইকেটে ৪৩ রান নিয়ে দিন শেষ করে ভারত।

তৃতীয় দিনের শুরুটাও ভালই করেছিলেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মা। তবে যখন মনে হচ্ছিল বিনা উইকেটেই ভারত লিড নিতে সক্ষম হবে তখনই আউট হন রাহুল। আর এই আউটকে ঘিরেই যত বিতর্ক।

দ্বিতীয় ইনিংসের ৩৪তম ওভারে অর্ধশতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা সেট রাহুলকে আউট করেন জেমস অ্যান্ডারসন।

রাহুলকে আউট করতে সক্ষম হলেও হিটম্যান রোহিতকে টলানো ছিল কার্যত অসম্ভব। গতকালের পাওয়া জীবনদানের ফায়দা তুলতে আজ বদ্ধপরিকর ছিলেন রোহিত। তাই টি ব্রেকে যাওয়ার আগে মঈন আলীর বলে ছক্কা হাকিয়ে নিজের ক্যারিয়ারে ৮ম সেঞ্চুরি তুলে নেন রোহিত শর্মা।

এই সেঞ্চুরি করতে গিয়ে রোহিত শর্মা ৬টি রেকর্ড স্পর্শ করলেনঃ

১। আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে ১১০০০ রান পূর্ণ করলেন রোহিত শর্মা। দ্রততমের দিক থেকে ২য় স্থানে রয়েছেন তিনি। ১ম স্থানে রয়েছেন শচিন টেন্ডুলকার। তিনি ২৪১ ইনিংস ১১০০০ রান পূর্ন করেন। অন্যদিকে রোহিত শর্মা ২৪৭ ইনিংস খেলে এই মাইলফলক স্পর্শ করেন।

২। টেস্ট ক্রিকেটে রোহিত শর্মা ৩০০০ রান স্পর্শ করেছেন এই দিনে।

৩। বিদেশের মাটিতে টেস্টে ১ম সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন রোহিত শর্মা।

৪। ছক্কা হাকিয়ে সেঞ্চুরির করার দিক থেকে রোহিত শর্মা ২০তম ভারতীয় ক্রিকেটার।

৫। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেছেন রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে রোহিতের সংগ্রহ ৯২০৫ রান। টি-২০ তে তাঁর রান ২৮৬৪। টেস্টে তাঁর রান ৩০০০ এর বেশি।

৬। ম্যাচের সংখ্যার দিক থেকে ১৫ হাজার রানের রেকর্ড স্পর্শ করার তালিকায় ভারতের পঞ্চম ব্যাটসম্যান রোহিত শর্মা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *