সাফ চ্যাম্পিয়নশিপের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ১৩ অক্টোবর স্বাগতিক মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলাটি।
নেপালকে হারাতে পারলেই কি দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত আসরের ফাইনালের টিকিট পাবে অস্কার ব্রুজনের শিষ্যরা?
সেটা নির্ভর করছে অনেক কারনের ওপর। তবে এখনকার জটিল হিসাব-নিকাশের চিত্র অনেকটাই স্পষ্ট হয়ে যাবে সাফের চতুর্থ রাউন্ডের ম্যাচ দুটির পর। আগামী রোববার ভারত মুখোমুখি হবে নেপালের, মালদ্বীপ লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে।
নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারানোর পর ভারতের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে সুবিধাজনক অবস্থানে ছিল বাংলাদেশ।
কিন্তু মালদ্বীপের কাছে আগের দিন ২-০ গোলে হারায় ফাইনালে ওঠার রাস্তা কঠিন হয়ে গেছে লাল-সবুজ জার্সিধারীদের।
১৬ বছর পর সাফের শিরোপা নির্ধারণী মঞ্চে জায়গা করে নেওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে নেপালের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের।
দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সাফের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে নেপাল। এক ম্যাচ বেশি খেলে ৪ পয়েন্ট পাওয়া বাংলাদেশ আছে দুইয়ে।
তিনে থাকা মালদ্বীপের পয়েন্ট দুই ম্যাচে ৩। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে প্রতিযোগিতার রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন ভারত। ইতোমধ্যে সাফ থেকে ছিটকে যাওয়া লঙ্কানরা তিন ম্যাচে পেয়েছে কেবল ১ পয়েন্ট।
লিগ পর্বের পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল উঠবে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
এ দিকে বাংলাদেশ টিম ফাইনালে খেলার শাহস ও মনবল নিয়ে পরিকল্পনার ছক অনুজায়ী আনুশিলন করে ছলছে এবং সেই সাথে বাংলাদেশ দলকে শাহস জোগাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি দীর্ঘদিন জাবত মালদ্বীপ এ অবস্থান করছেন।