সাকিব নয়, যে বিদেশি ক্রিকেটারের পরিবর্তে একাদশে খেলবে রাসেল জানালো মাইকেল ভন

আন্দ্রে রাসেল কি ফাইনালে খেলবেন? এই নিয়ে চলছে জল্পনা। তবে রাসেল খেললে কোন বিদেশি প্লেয়ারকে বসানো হবে?

আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শাকিব আল হাসান ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। তবে বলটা তিনি ভাল করছেন।

ইয়ন মর্গ্যান তো একেবারেই ছন্দে নেই। কিন্তু তিনি আবার দলের অধিনায়ক। এ দিকে রাসেল ব্যাট হাতে কার্যকরী হতে পারেন।

ফিট থাকলে বলও করে দিতে পারেন। যে কারণে প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক মাইকেল ভন মনে করেন, আইপিএল চ্যাম্পিয়ন হতে এবং রাসেলকে জায়গা করে দিতে প্রয়োজনে কেকেআর অধিনায়ক নিজেই নিজেকে প্রথম একাদশের বাইরে রাখতে পারেন।

গোটা আইপিএল জুড়েই চূড়ান্ত খারাপ ছন্দে রয়েছেন ইয়ন মর্গ্যান। ভারতে অনুষ্ঠিত আইপিএলের প্রথম পর্বেও তাঁর পারফরম্যান্স ছিল হতাশাজনক।

এমন কী সংযুক্ত আরব আমিরশাহীতেও একই ধারা অব্যাহত। যদিও তাঁর দল কলকাতা নাইট রাইডার্স আইপিএলের দ্বিতীয় পর্বে ছন্দে ফিরেছে।

ফাইনালে উঠেছে। আর দলকে চ্যাম্পিয়ন করতে মরিয়া কেকেআর অধিনায়ক। যে কারণে তিনি প্রয়োজনে নিজে দলের বাইরে থেকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফাইনালে সেরা একাদশ মাঠে নামাতে দু’বার ভাববেন না বলে মনে করেন ভন।

তবে ভন ক্রিকবাজকে বলেছেন, ‘পিচের উপর নির্ভর করেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। কারণ যখন ওরা শারজাতে খেলেছিল, তখন ওরা সেই মাঠ এবং পিচ সম্পর্কে ওয়াকিবহল ছিল।

কিন্তু দুুবাইয়ে সবটা আলাদা হবে। তবে আন্দ্রে রাসেল যদি চার ওভার বল করে দিতে পারে, তবে সম্ভবত শাকিবের জায়গায় ওকে আনা হবে।’

এরই সঙ্গে ভন যোগ করেছেন, ‘যদি আমরা মর্গ্যান প্রসঙ্গে কথা বলি, আমি ব্যক্তিগত ভাবে ওকে প্রথম একাদশের বাইরে রাখব না, কিন্তু ও যদি নিজেকে নিজেই বাদ দেয়, তবে অবাক হব না। কারণ ওর চরিত্র আমি খুব ভাল করে জানি। যাতে টিমের ভাল হয়, তার জন্য ও সব কিছুই করতে পারে।’

Related Posts

One thought on “সাকিব নয়, যে বিদেশি ক্রিকেটারের পরিবর্তে একাদশে খেলবে রাসেল জানালো মাইকেল ভন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *