১৯৩ রানে নেই ৭ উইকেট। লক্ষ্য তখনও ৮৩ রান দূরে। নেই বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের কেউ।
বল-প্রতি রান তাড়ার সেই কঠিন চ্যালেঞ্জে চমক দেখালেন দিপক চাহার। অসাধারণ ব্যাটিংয়ে সঙ্গী আরেক পেসার ভুবনেশ্বর কুমারকে নিয়ে দলকে নিলেন জয়ের বন্দরে।
কলম্বোয় মঙ্গলবার শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে ভারত। তিন ম্যাচের সিরিজ সফরকারীরা জিতে নিয়েছে এক ম্যাচ বাকি থাকতেই।
আভিশকা ফার্নান্দো ও চারিথ আসালঙ্কার ফিফটিতে ২৭৫ রানের পুঁজি দাঁড় করার স্বাগতিকরা।
সূর্যকুমার যাদবের ৫৩ রানের পর চাহারের ক্যারিয়ার সেরা ৬৯ রানের ইনিংসে ভারত জিতে যায় ৫ বল বাকি থাকতে।