শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হাড়িয়ে বিশ্বকাপে সেমিফাইনালের টিকিটি নিশ্চিত করলো টিম ইন্ডিয়া

শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশাল জয়ের সুবাদে লিগ টেবিলের এক নম্বরে উঠে এল ভারত। তাদের সংগ্রহে রয়েছে ৬ পয়েন্ট। যদিও এখনই ভারতের সেমিফাইনালের টিকিট নিশ্চিত বলা যাবে না।

বরং এমন দাপুটে জয়ের পরেও বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন শেফালিরা। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে কোনও এক দল নিজেদের শেষ ম্যাচে না হারলে ভারতের পক্ষে শেষ চারে যাওয়া সম্ভব হবে না।

কেননা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা যদি তাদের শেষ ম্যাচ জেতে, তবে ভারতের মতো তারাও ৬ পয়েন্টে পৌঁছে যাবে। সেক্ষেত্রে সুপার সিক্স রাউন্ডে ভারতের থেকে বেশি ম্যাচ জয়েপ সুবাদে সেমিফাইনালে উঠবে তারাই।

শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৫৯ রান তোলে। সুতরাং, জয়ের জন্য ভারতের দরকার ছিল ৬০ রান। চোপড়া ৪ ওভার বল করে ১টি মেডেন-সহ ৫ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন।

জবাবে মাঠে নেমে নিজের প্রথম বলেই চার মারেন রিচা ঘোষ। তবে দ্বিতীয় বলে আউট হয়ে বসেন তিনি। ২.৪ ওভারে দেওমির বলে সেওয়ান্দির হাতে ধরা পড়েন রিচা। ২ বলে ৪ রান করেন তিনি। ব্যাট করতে নামেন সৌমিয়া তিওয়ারি।

তিনি ওভারের শেষ বলে চার মারেন। ৩ ওভার শেষে ভারতের স্কোর হয় ২ উইকেটে ২৪ রান।৬.৬ ওভারে দেওমির বলে গুণরত্নের হাতে ধরা পড়েন শ্বেতা শেরাওয়াত। ২টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ১৩ রান করেন তিনি।

ভারত ৫৫ রানে ৩ উইকেট হারায়।শ্রীলঙ্কার ৯ উইকেটে ৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৬০ রান সংগ্রহ করে নেয়।

৭৬ বল বাকি থাকতে ৭ উইকেট ম্যাচ জেতে ভারত। ৫টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ২৮ রান করে নট-আউট থাকেন সৌমিয়া তিওয়ারি। কোনও বল খেলার সুযোগ হয়নি তৃষার।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *