আইপিএল ২০২১-এর আমিরশাহি লেগের আগে কমবেশি সব দলের স্কোয়াডেই রদবদল হয়েছে। শুধু মুম্বই ইন্ডিয়ান্স এতদিন অপরিবর্তিত স্কোয়াড নিয়েই প্রস্তুতি চালাচ্ছিল।







শেষ মুহূর্তে রোহিত শর্মাদেরও বদল করতে হয় স্কোয়াডে। তারা উত্তরপ্রদেশের বাঁ-হাতি পেসার মহসিন খানের পরিবর্তে দলে নেয় গুজরাতের বাঁ-হাতি পেসার রুশ কলরিয়াকে।
আইপিএলের তরফে বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজিগুলির স্কোয়াডে যে-সব ক্রিকেটারদের রদবদল হয়েছে, তাদের তালিকা প্রকাশ করা হয়। সেখানেই উল্লেখ রয়েছে মহসিনের বদলে কলরিয়ার মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে ঢুকে পড়ার কথা।







কলরিয়া এখনও পর্যন্ত ৫৪টি ফার্স্ট ক্লাস, ৪৬টি লিস্ট-এ ও ৩১টি টি-২০ ম্যাচ খেলেছেন। তিন ফর্ম্যাটে যথাক্রমে ১৬৮, ৬৬ ও ৩৭টি উইকেট নিয়েছেন তিনি।
ভারতীয়-এ দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন কলরিয়া। তাঁর ব্যাটের হাতটাও নিতান্ত খারাপ নয়। ফার্স্ট ক্লাস ম্যাচে ৩টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরি রয়েছেন ২৮ বছর বয়সী তারকার।







কলরিয়ার তুলনায় মহসিন খান অনেক অনভিজ্ঞ ছিলেন। তিনি এখনও পর্যন্ত ১টি ফার্স্ট ক্লাস, ১৪টি লিস্ট-এ ও ২৩টি টি-২০ ম্যাচ খেলেছেন।
উইকেট নিয়েছেন সাকুল্যে ৫৫টি। উল্লেখ্য, রবিবার দুবাইয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আমিরশাহি লেগের প্রথম ম্যাচে মাঠে নামছে মুম্বই ইন্ডিয়ান্স।






