শেষ ওভারে নো বলের নাটক, অজিদের সাথে নিশ্চিত জয় হাতছারা মিতালিদের

অস্ট্রেলিয়ার বিজয় রথ থামাতে পারলেন না ঝুলন গোস্বামী, মিতালি রাজরা। বহু প্রতিক্ষার পর মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে খেলতে নামেছিল ভারতীয় মহিলা দল। আর প্রথম ম্যাচে হারতে হয়েছিল মিতালি রাজদের।

সিরিজের প্রথম একদিনের ম্যাচে জিতে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল টানা ২৫টি ওয়ান ডে ম্যাচ জেতার নজির গড়েছিল।

আর শুক্রবার আরও একটা ম্যাচ জিতে একটানা সবথেকে বেশি ওয়ান ডে জেতার রেকর্ডকে আরও এগিয়ে নিয়ে গেলেন তারা।

কিন্তু শুক্রবার সেই বিজয়রথের চাকা থামিয়ে দেওয়ার সুযোগ এসেছিল ভারতের মহিলা ক্রিকেট দলের সামনে। তবে সেই কাজে ব্যর্থ হলেন ঝুলন গোস্বামীরা।

এদিন প্রথম ব্যাট করতে নেমে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৭৪ রান তোলে ভারত। জবাবে ম্যাচের শেষ বলে নিজেদের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

একটা সময় অস্ট্রেলিয়াকে এক বলে তিন রান দরকার ছিল। কিন্তু ঝুলন গোস্বমীর শেষ ওভারে সেই রান তুলে নেয় টিম অস্ট্রেলিয়া। পাঁচ উইকেটে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

শেষ ওভারে দুরন্ত ব্যাটিং করে জয়ের অশ্বমেধের ঘোড়া ছোটাচ্ছে অস্ট্রেলিয়ার মেয়েরা। টানটান রূদ্বশ্বাস ম্যাচে একটা সময় মনে হয়েছিল ম্যাচ নিজেদের দখলে করে নেবে ভারত।

কিন্তু ম্যাচ ছিনিয়ে আনতে ব্যর্থ ঝুলন গোস্বামীরা। নিজের শেষ ওভারে ১৩ রান দিলেন ঝুলন।

শুক্রবার হ্যারুপ পার্ক, ম্যাকেতে টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৭৪ রান তোলে ভারতের মহিলা দল।

যা ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করা ভারতীয় মহিলা দলের সর্বোচ্চ রান। অনকেই ভেবেছিলেন যে এই ম্যাচ হয়তো জিতে যাবে ভারত।

অস্ট্রেলিয়ার অশ্বমেধের ঘোড়াকে থামাবেন মিতালিরা। কিন্তু কোথায় কি, ম্যাচের শেষ ওভারে নো বলের খেসারত গুনতে হল ভারতকে। জেতা ম্যাচ মাঠে ছেড়ে আসতে হল ঝুলনদের।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *