শুভমান গিলের বিপদের দিনে পাশে দাড়ালেন কলকাতার ব্যাটিং পরামর্শক

নিখুঁত ফুটওয়ার্ক, পিউর টাইমিং! প্যাকেজ ব্যাটসম্যান ভারতের তরুণ ওপেনার শুভমান গিল। আশা-ভরসার অনন্য প্রতীক, ভাবিকালের তারকা। বিশেষ এই বিশেষণগুলোতে বিশেষায়িত করা এই ডানহাতি ব্যাটসম্যানের সাম্প্রতিক পারফরম্যান্স একেবারেই ছন্নছাড়া, নিষ্প্রভ।

চলমান আইপিএলে শুরু থেকে খেলা ৫ ইনিংসে রান নেই তার ব্যাটে। তবে, এতে হতাশ না হয়ে কেকেআরের ব্যাটিং মেন্টর ডেভিড হাসি শুনিয়েছেন আশার বার্তা, উপযুক্ত সাহস যুগিয়ে শিষ্যের চিত্তকে করেছেন ভয়শূন্য।

গেল আইপিএলে বেশ ছন্দে থাকা গিলকে নিয়ে কলকাতার স্বপ্নটা ছিল এবারে অনেক বড়। কিন্তু, এখন অব্দি প্রত্যাশার প্রাপ্তি মেলাতে ব্যর্থ হয়েছেন গিল। ফিফটি তো দূর, বলার মতন পারফর্মই করতে পারেননি তিনি।

আলোচনা-সমালোচনায় রীতিমত জর্জরিত এই নবীন প্রতিভা। তবে, হাসির ধারণা গিল বাকি ম্যাচগুলোতে অনেক রান করবেন, সাথে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজনও হবেন।

হাসির কথায়, ‘ও (গিল) অস্ট্রেলিয়ায় গিয়ে তাক লাগিয়ে দিয়েছিল। নেটে ও প্রচুর পরিশ্রম করে, নিজের খেলাটা বুঝতে চেষ্টা করে অনবরত। সাফল্যের ক্ষুধা ওর মধ্যে রয়েছে, শুধুমাত্র সময়টা খারাপ যাচ্ছে। সেটা যেতে পারে, তবে ও একজন ক্লাসিকাল ক্রিকেটার। তাই, ছন্দে ফিরতে খুব বেশি সময় নেবে না।’

সংযোজন, ‘ও একজন প্রতিভাবান ক্রিকেটার। তাই, ফর্মে সে ফিরবেই, ঝুলি ভরে রানও করবে। আর এই মৌসুমেই সেটা ও করে দেখাবে। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজন হিসেবে ওকে দেখা যাবে টুর্নামেন্ট অন্তে।’

গিলের বিপাকের দিনে তার দলও নেই স্বস্তিতে। ৫ ম্যাচে মোটে ১ জয় পেয়েছে কেকেআর। ফলে, মাত্র ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে অবস্থান করছে তারা। হারের এই ধারা অব্যাহত থাকলে প্লে-অফের স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে দুইবারের চ্যাম্পিয়নদের।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *