বেঙ্কটেশ আইয়ারকে নিয়ে ওপেন করতে নামেন রহমানউল্লাহ গুরবাজ। বোলিং শুরু করেন মহম্মদ সিরাজ। পঞ্চম বলে চার মারেন রহমানউল্লাহ। ওভারে ১টি ওয়াইড বল বাউন্ডারির বাইরে চলে যাওয়ায় ৫ রান অতিরিক্ত পায় কেকেআর। প্রথম ওভারে ৯ রান ওঠে।
২ ওভার শেষে কেকেআরের সংগ্রহ বিনা উইকেটে ১২ রান। ৫ রানে ব্যাট করছেন রহমানউল্লাহ। ৩ ওভার শেষে কলকাতার স্কোর বিনা উইকেটে ২৬ রান। ১৩ রানে ব্যাট করছেন গুরবাজ।
৩.২ ওভারে ডেভিড উইলির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন বেঙ্কটেশ আইয়ার। ৭ বলে ৩ রান করে মাঠ সাজঘরে ফেরেন তিনি। কেকেআর ২৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মনদীপ সিং।
পরপর ২ বলে কেকেআরের দু’জন ব্যাটসম্যানকে বোল্ড করেন ডেভিড উইলি। ৩.৩ ওভারে উইলির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মনদীপ সিং। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন তিনি। কেকেআর ২৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নীতিশ রানা। চতুর্থ ওভারে কোনও রান না খরচ করেই ২টি উইকেট নেন ডেভিড। ৪ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ২৬ রান। উইলি ২ ওভারে ১টি মেডেন-সহ ৩ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
৫ ওভার শেষে কেকেআরের স্কোর ২ উইকেটে ৪১ রান। রহমানউল্লাহ ২০ বলে ২৬ রান করেছেন। পাওয়ার প্লে-র ৬ ওভারে কলকাতার স্কোর ২ উইকেটে ৪৭ রান। গুরবাজ ২৭ রানে ব্যাট করছেন। উইলি ৩ ওভারে ৯ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
সপ্তম ওভারে বল করতে আসেন মাইকেল ব্রেসওয়েল। তিনি প্রথম বলেই আউট করেন নাইট অধিনায়ক নীতিশ রানাকে। রানার বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন জানায় আরসিবি। আম্পায়ার আউট দেননি। রিভিউ নিয়ে সাফল্য পায় ব্যাঙ্গালোর। বল রানার গ্লাভসে লেগে কার্তিকের দস্তানায় জমা পড়ে।
তবে টেলিভিশন রিপ্লে দেখার আগে পর্যন্ত মাঠ ছাড়েননি নীতিশ। শেষে তৃতীয় আম্পায়ার আল্ট্রা এজ চেক করার আগেই মাঠ ছাড়েন রানা। ৫ বলে ১ রান করেন নীতিশ। কেকেআর ৪৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিঙ্কু সিং। ব্রেসওয়েলের ওভারে ৪ রান ওঠে। ৭ ওভার শেষে কেকেআরের স্কোর ৩ উইকেটে ৫১ রান। গুরবাজ ৩০ রানে ব্যাট করছেন।
৮ ওভার শেষে কেকেআরের স্কোর ৩ উইকেটে ৫৭ রান। রহমানউল্লাহ ৩৫ রানে ব্যাট করছেন। ৯ ওভার শেষে কেকেআরের স্কোর ৩ উইকেটে ৭১ রান। ৩৬ বলে ৪৭ রান করেছেন গুরবাজ। তিনি ৬টি চার ও ২টি ছক্কা মেরেছেন।
৯.২ ওভারে করণ শর্মার বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রহমানউল্লাহ গুরবাজ। ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৮ বলে পঞ্চাশ রানের গণ্ডি টপকে যান তিনি। ১০ ওভার শেষে কেকেআরের স্কোর ৩ উইকেটে ৭৯ রান। গুরবাজ ৫৪ রানে ব্যাট করছেন।
১১ ওভার শেষে কেকেআরের স্কোর ৩ উইকেটে ৮৭ রান। রহমানউল্লাহ ৫৫ ও রিঙ্কু ১২ রানে ব্যাট করছেন। জোর ধাক্কা নাইট শিবিরে। ১১.২ ওভারে করণ শর্মার বলে আকাশ দীপের হাতে ধরা পড়েন রহমানউল্লাহ গুরবাজ। ৪৪ বলে ৫৭ রান করেন তিনি। মারেন ৬টি চার ও ৩টি ছক্কা। কেকেআর ৮৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আন্দ্রে রাসেল।
১৩তম ওভারে আকাশ দীপের বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। ওভারে মোট ১৯ রান ওঠে। ১৩ ওভার শেষে কেকেআরের স্কোর ৫ উইকেটে ১১৩ রান। শার্দুল ৮ বলে ২১ রান করেছেন। ১৪ রানে ব্যাট করছেন রিঙ্কু। আকাশ দীপ ২ ওভারে ৩০ রান খরচ করেছেন।
১৪তম ওভারে করণ শর্মার বলে ১টি চার মারেন শার্দুল। ওভারে মোট ১১ রান ওঠে। ১৪ ওভার শেষে কেকেআরের স্কোর ৫ উইকেটে ১২৪ রান। শার্দুল ২৮ রানে ব্যাট করছেন।
১৫তম ওভারে মাইকেল ব্রেসওয়েলের বলে জোড়া ছক্কা মারেন শার্দুল ঠাকুর। ওভারে ১৬ রান ওঠে। ১৫ ওভার শেষে কলকাতার স্কোর ৫ উইকেটে ১৪০ রান। শার্দুল ১৫ বলে ৪২ রান করেছেন। মেরেছেন ৪টি চার ও ৩টি ছক্কা।
১৬ ওভার শেষে কলকাতার স্কোর ৫ উইকেটে ১৪৭ রান। ১৯ বলে ৪৭ রান করেছেন শার্দুল। ২১ বলে ২১ রান করেছেন রিঙ্কু। ১৭ ওভার শেষে কেকেআরের স্কোর ৫ উইকেটে ১৬০ রান। শার্দুল ৫৮ রানে ব্যাট করছেন।
১৮তম ওভারে সিরাজের বলে ১টি চার মারেন শার্দুল ঠাকুর। একটি নো বলে ছক্কা মারেন রিঙ্কু সিং। ওভারে ১৫ রান ওঠে। ১৮ ওভার শেষে কেকেআরের স্কোর ৫ উইকেটে ১৭৫ রান। শার্দুল ৬৩ ও রিঙ্কু ৩০ রানে ব্যাট করছেন। সিরাজ ৩ ওভারে ৩৩ রান খরচ করেছেন। কোনও উইকেট পাননি তিনি।
১৯তম ওভারে হার্ষাল প্যাটেলের বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন রিঙ্কু সিং। ১৮.৬ ওভারে হার্ষালের বলে কার্তিকের দস্তানায় ধরা পড়েন তিনি। ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৪৬ রান করে মাঠ ছাড়েন রিঙ্কু। ১৯২ রানে ৬ উইকেট হারায় কেকেআর। ব্যাট করতে নামেন সুনীল নারিন। হার্ষাল ৩ ওভারে ৩৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। ৬৩ রানে ব্যাট করছেন শার্দুল।
১৯.৪ ওভারে মহম্মদ সিরাজের বলে ম্যাক্সওয়েলের হাতে ধরা পড়েন শার্দুল ঠাকুর। ২০ ওভার শেষে ৭ উইকেটে ২০৪ রান তুলে কেকেআর ।