ল্যাতিন আমেরিকার সেরা একাদশে আর্জেন্টিনার সাতজন, ব্রাজিলের চারজন

২০২২ সালটি ছিল আর্জেন্টিনার জন্য সাফল্যে ভরপুর। এই বছর তারা অনেকগুলো ম্যাচে জিতেছে এবং সেই জয়ের পথে তারা অর্জন করেছে দুটি শিরোপা। একটি ফাইনালিসিমা এবং অন্যটি বিশ্বকাপ।

পুরো বছর জুড়ে দুর্দান্ত খেলা আর্জেন্টিনা তাদের সেরা সাফল্য এবং সারা বছর ভারো পারফর্মেন্সের পুরষ্কার হিসেবেই যেন পেয়েছিল বিশ্বকাপ। আর এই বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার প্লেয়াররাও পাচ্ছেন বিভিন্ন স্বীকৃতি।

তারমধ্যে এবার আইএফএফএইচএসের প্রকাশিত ২০২২ সালে ল্যাতিন আমেরিকার সেরা একাদশে জায়গা পেয়েছে সাতজন আর্জেন্টিনার ফুটবলার। সেখানে ব্রাজিল থেকে জায়গা পেয়েছে মাত্র চারজন। তবে অন্য কোন দেশের প্লেয়ার জায়গা পায়নি একাদশে।

একাদশে যারা জায়গা পেয়েছে তারা হচ্ছে:- গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেচ (আর্জেন্টিনা)।

ডিফেন্ডার: ওতামডেন্ডি (আর্জেন্টিনা), রোমেরো (আর্জেন্টিনা), থিয়াগো সিলভা (ব্রাজিল)।

মিডফিল্ডার: রোদ্রিগো ডি পল (আর্জেন্টিনা), নেইমার (ব্রাজিল), ক্যাসমিরো (ব্রাজিল), এনজু ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।

আক্রমন ভাগ: ভিনিসিয়াস (ব্রাজিল), আলভারেজ (আর্জেন্টিনা), মেসি (আর্জেন্টিনা)।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *