শুভমান গিল শুধুমাত্র নিজের ক্রিকেটের দক্ষতার কারণে নয়, নিজের ব্যক্তিগত জীবনের কারণেও শিরোনামে এসে থাকেন। তার সঙ্গে বলিউডের জনপ্রিয় অভিনেতা সেইফ আলী খানের কন্যা সারা আলী খানের সম্পর্ক থাকার সম্ভাবনা নিয়ে মাঝেমধ্যেই জল্পনা হয়ে থাকে।
এর মধ্যেই আচমকা কিছু সংবাদ মাধ্যম এমন খবর সামনে আনেন যেখানে দাবি করা হয় গিলকে প্রকাশ্যেই চুম্বন করেছেন সারা।এই খবরটি কানে আসার পরে অনেকেই চমকে গিয়েছিলেন।
কারণ সারা আলী খান এবং শুভমান গিলকে বেশ কয়েকবার একসাথে ডিনার করতে দেখা গেলেও নিজেদের সম্পর্ক নিয়ে বাড়াবাড়ি গোপনীয়তা বজায় রাখেন তারা। তাহলে আচমকা কি এমন ঘটল যে দুজনে প্রকাশ্যে এমন ভাবে ঘনিষ্ঠ হতে গেলেন।
যদিও যে ভিডিওটি সামনে এসেছে তা দেখার পর নেটিজেনদের মনের অন্ধকার দূর হয়েছে।সারা গিলকে চুম্বন করেছেন বটে, তবে সেই গিল শুভমান নন, তিনি হলেন বিখ্যাত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর শাহনাজ গিল।
‘দেশি ভাইভস’ নামক এক জনপ্রিয় চ্যাট শো-তে সম্প্রতি সারার সাথে দেখা হয়েছিল শাহনাজের। সেখানেই পর্দার আড়ালে এমন কান্ডটা করেছেন দুজনে।
শাহনাজ প্রথমবার গোটা ভারত জুড়ে পরিচিত নাম হয়ে উঠেছিলেন জনপ্রিয় রিয়্যালিটি শো, ‘বিগ বস’-এর ১৩ তম সংস্করণে অংশ নেওয়ার পর।তাদের দুজনকে একসাথে দেখার পর তাদের অনুরাগীরা ওই পোস্টের নীচে নানান মন্তব্য করতে শুরু করেছেন।
তাদের একজন লিখেছেন, “এক ফ্রেমে দুই সুন্দরী।” অন্য একজন উল্লেখ করেছেন, “এই ভিডিওটি আমাকে আমাদের কলেজের দিনের কথা মনে করিয়ে দেয়।” অন্যরা কমেন্ট সেকশনে হার্ট এবং হার্ট ফেসড ইমোজিও পোস্ট করেছেন।
অপরদিকে যদি শুভমান গিলের কথা বলতে হয় তাহলে বলা উচিত যে তিনি এই মুহূর্তে খুব একটা স্বস্তিতে নেই। বর্তমানে চলমান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ প্রথম দুই ম্যাচে শোচনীয় ভাবে ব্যর্থ হয়েছেন তিনি।
"Knock knock": @ishehnaaz_gill
"Kundi na khadkao raja, seedhe andar aao raja": @SaraAliKhan
"Garmi Kuch zyada nahin badh gayi": Sara
"Oh my God, meri lipstick gayi": Shehnaaz
— Faridoon Shahryar (@iFaridoon) March 18, 2023
নিন্দুকরা আগেই দাবি করেছিলেন যে এখনো অবধি কোন শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারেননি তিনি। তার হাতে এখন শুধুমাত্র চেন্নাই এর ম্যাচটি রয়েছে সমালোচকদের জবাব দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য।