শুরু হয়ে গেছে আবু ধাবি টি-১০ লিগের পঞ্চম আসর। ইতিমধ্যে শেষ গেছে ৫টি ম্যাচ। গতকাল ২০ নম্বেভর আবু ধাবি টি-১০ লিগের ৪র্থ ম্যাচে শেখ জায়েদ স্টেডিয়ামে মুখমুখি হয় নর্দান ওয়ারিয়র ও টিম আবু ধাবি।







এই ম্যাচে লিয়াম লিভিংস্টোনের ব্যাটিং ঝড়ে নর্দান ওয়ারিয়রকে ২১ রানে হারিয়ে আসরের আসরের দ্বিতীয় জয় তুলে নেয় টিম আবু ধাবি। আগের ম্যাচে জ্বলে উঠা গেইল ও স্টার্লিং এই ম্যাচে মলিন ছিলেন।
তবে অধিনায়ক লিয়াম লিভিংস্টোনের ঝড় গতির ব্যাটিংয়ে প্রথমে ব্যাট করে টিম আবু ধাবি ১৩২ রান করতে সম্ভব হয়। ১৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নর্দান ওয়ারিয়র ১০ ওভারে ১১১ রান করে।







প্রথমে ব্যাটিং করতে নেমেই ৫ ওভারের মধ্যেই ফিলিপ সল্ট, স্টার্লিং ও গেইলের উইকেট হারায় টিম আবু ধাবি। সল্ট ১৫ বলে ২৯ রান, স্টার্লিং ১ বলে ০ রান ও গেইল ৮ বলে ৯ রান করে আউট হলে বিপদে পরে টিম আবু ধাবি।
তবে শেষের ২ ওভারে আগুন ঝড়া ব্যাটিং করে অধিনায়ক লিভিংস্টোন গেইলের ব্যর্থতাকে রানের চাদরে ঢেকে দেন। শেষ দুই ওভারে টিম আবু ধাবি স্কোরবোর্ডে যোগ করে ৫২ রান।







১৯ তমে ওভারে লিটলের বল থেকে আসে ৩৫ রান এবং ২০ তম ওভারে জর্ডানের বল থেকে আসে ১৭ রান। এই ১২ বলের মধ্যে ৯ বলে লিভিংস্টোন করেছেন ৪৬ রান। লিভিংস্টোনের ব্যাট থেকে আসে ২৩ বলে ৬৮ রানের ইনিংস।






