রোহিত শর্মার ছবিতে ঠাট্টা মন্তব্য করলেন সূর্য কুমার যাদব, তোলপাড় সোশ্যাল মিডিয়া

সম্প্রতি কন‍্যা সামাইরাকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন রোহিত শর্মা। সেই ছবিতে সূর্য কুমার যাদব নেহাত মজা করে লিখেছেন ‘স‍্যামি স্কাইকে হ‍্যালো বলো’।

আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে সূর্য কুমার যাদবকে ।

ভারতের টি টোয়েন্টি ক্রিকেট দলের ভবিষ্যত প্রজন্মের ধারক সূর্য কুমার, এমনটাই মনে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন জাতীয় নির্বাচক সাবা করিম।

হার্দিক পান্ডিয়া এবং সূর্য কুমার যাদবের যুগলবন্দী ভারতকে দীর্ঘ মেয়াদের সাফলতা এনে দেবেন বলে মনে করেন সাবা করিম, প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের মতে,

“খুব ভালো করেছে ভারত টি টোয়েন্টিতে সূ্র্য কুমার যাদবকে। ভারতের টি টোয়েন্টি ক্রিকেটের টর্চ বেয়ারার সূর্য কুমার যাদব। সূর্যের পাওনা ছিলো এই সুযোগ। ভীষণ আগ্রাসী ক্রিকেট খেলে। আমার মতে হার্দিক পান্ডিয়া এবং সূর্য কুমার যাদবের জুঁটি ভীষণ চলবে।”

এবছর টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান করেছে সূর্য কুমার যাদব। ৩১ ম‍্যাচে ১১৬৪ রান করেছেন তিনি ১৮৭.৪৪ স্ট্রাইক রেটে। করেছেন দুটো সেঞ্চুরি, নয়টি হাফ সেঞ্চুরি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *