চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রবিবারের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে টস করতে মাঠে নামেন কাইরন পোলার্ড।







ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্টে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করা রোহিত শর্মার অনুপস্থিতি কিছুটা হলেও ক্রিকেট প্রেমীদের অবাক করে।
একই সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে হার্দিক পান্ডিয়ার না থাকার বিষয়টি নিয়েও ধোঁয়াশা তৈরি হয়।
কারণ দলের দুই তারকার মুম্বই ইন্ডিয়ান্সের স্টপ গ্যাপ অধিনায়ক কাইরন পোলার্ডের বক্তব্য দুই তারকার অনুপস্থিতির কারণ স্পষ্ট হয়নি, ফের কবে তাঁরা মাঠে ফিরবেন, তাও জানা যায়।







তাই জল্পনা নিরসনে মুখ খুলেছেন দলের হেড কোচ মাহেলা জয়াবর্ধনে। মু্ম্বই ইন্ডিয়ান্সের হেড কোচের কথায়, রোহিত শর্মাকে নিয়ে চিন্তার কোনও কারণ নেই।
কারণ চোট নয়, সামান্য ফিটনেস সমস্যার কারণে দলের অধিনায়ককে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলানো হয়নি বলে জানিয়েছেন মাহেলা জয়াবর্ধনে।
ক্রিকেট প্রেমীদের আশ্বস্ত করে তিনি বলেছেন, আগামী কিছুদিনের মধ্যেই পুরোপুরি ম্যাচ ফিট হয়ে উঠবেন রো।







কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের আগামী ম্যাচে রোহিত দলের প্রথম একাদশে থাকবেন বলেও জানিয়েছেন কোচ মাহেলা। অন্যদিকে অনুশীলন চলার সময় সামান্য আঘাত পেয়েছেন হার্দিক পান্ডিয়া।
চোট গুরুতর না হলেও টুর্নামেন্টের বাকিগুলির দিকে তাকিয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তারকা অল রাউন্ডারকে প্রথম একাদশে রাখা হয়নি বলে জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মাহেলা জয়াবর্ধনে।







আগামী ম্যাচে হার্দিককেও দলের প্রথম একাদশে দেখা যেতে পারে বলে আশা মুম্বই ইন্ডিয়ান্স হেড কোচের। চেন্নাই সুপার কিংসের কাছে হেরেও আইপিএল পয়েন্ট তালিকার চতুর্থ স্থানেই অবস্থান করছে মুম্বই ইন্ডিয়ান্স।
৮ ম্যাচ খেলে ৮ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে রোহিত শর্মার দল। আগামী ২৩ সেপ্টেম্বর আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে মুম্বই ইন্ডিয়ান্স। তাদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।






