রিভিউ থাকা সত্ত্বেও যে ১টি কারণে রিভিউ নেন নি ওয়ার্নার, স্পষ্ট করে জানালেন ম্যাথু ওয়েড

হাসান আলির ক্যাচ মিস, ম্যাথু ওয়েডের অসাধারণ ব্যাটিং আর নানা নাটকীয়তায় শেষ পর্যন্ত আর বড় হয়ে ওঠেনি ডেভিড ওয়ার্নারের আউটের ঘটনা। খুব বড় মূল্য চুকাতে হয়নি অস্ট্রেলিয়াকে।

তবে দলের জয়ের আনন্দেও অস্বস্তির প্রশ্নটা উঁকি দিচ্ছে বটে। ওয়ার্নার কেন রিভিউ নেননি? টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার রান তাড়ার একাদশ ওভারে ঘটনা সেটি।

পানি পানের বিরতির পর প্রথম বলেই শাদাব খানের বলে উইকেটের পেছনে ধরা পড়েন ওয়ার্নার। আম্পায়ার আঙুল তুলে দেওয়ার পর অস্ট্রেলিয়ান ওপেনার রিভিউ না নিয়ে ড্রেসিং রুমে ফিরে যান।

কিন্তু সেটা আদৌ আউট কিনা, তা নিয়ে দর্শকদের মনে বিরাট সন্দেহ ছিল। ওয়ার্নারেরও সন্দেহ হয়েছিল। ৩ উইকেট হারিয়ে ফেলা অস্ট্রেলিয়া ওয়ার্নারের ব্যাটেই এগিয়ে যাচ্ছিল।

কিন্তু ৩০ বলে ৪৯ রান করে তিনি আউট হওয়ার পর অজিরা ম্যাচ থেকে প্রায় ছিটকে গিয়েছিল। কিন্তু সুযোগ থাকলেও ওয়ার্নার কেন রিভিউ নেননি?

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জয়ের নায়ক ম্যাথু ওয়েড বলেন, ‘এটা নিয়ে খুব বেশি কথা বলার সুযোগ এখনও হয়নি। আশপাশ থেকে যা শুনেছি, তাতে একটা শব্দ হয়েছিল। ওয়ার্নার নিশ্চিত ছিল না। হতে পারে ব্যাটের হাতলে ঝাঁকি কিংবা তার ব্যাটে হাত লাগার শব্দ। সে যদিও মনে করছিল, ব্যাটে লাগেনি। তবে অপরপ্রান্তে গ্লেন ম্যাক্সওয়েল কিছু একটা শুনতে পেরেছিল। আর সত্যি বলতে, ব্যাট ছাড়া বলের কাছে আর কিছুই ছিল না। তখন হয়তো তার মনে হয়েছে, ব্যাটে বল লেগেছে।’

আউট হয়ে ফেরার পর একটা বল হাতে ওয়ার্নারকে পুরোটা সময় আক্ষেপ করতে দেখা গেছে। কারণ ততক্ষণে টিভি রিপ্লেতে দেখা গেছে, তিনি আউট নন। যদিও এজন্য বড় মূল্য দিতে হয়নি অজিদের।

ওয়েড আরও বলেন, ‘ওই পরিস্থিতিতে আসলে কাজটা কঠিন। কিছু সময় ব্যাটসম্যানরা বুঝে উঠতে পারে না ব্যাটে লেগেছে কিনা। অপরপ্রান্ত থেকে একটু হলেও নিশ্চয়তার প্রয়োজন হয়। এখানে সেটা হয়নি। ম্যাক্সি একটা শব্দ শুনেছিল। আশা করি, পরের ম্যাচে এরকম কিছু হবে না। দুটি রিভিউ আছে ব্যবহার করতে হবে।’

Related Posts

2 thoughts on “রিভিউ থাকা সত্ত্বেও যে ১টি কারণে রিভিউ নেন নি ওয়ার্নার, স্পষ্ট করে জানালেন ম্যাথু ওয়েড

  1. সব ঠিক আছে হারলে অনেক অনেক কথা হত।

  2. এমন ভুল হতে পারে। বিগম্যাচে আরও সর্তথাকা ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *