রাহুল দ্রাবিড়ের ছেড়ে যাওয়া পদে বসতে চলেছেন যে সাবেক ক্রিকেটার তার নাম জানালেন সৌরভ গাঙ্গুলী

রাহুল দ্রাবিড়ের পরবর্তী এনসিএ প্রধান ঠিক করে ফেলল বোর্ড| যদিও সরকারীভাবে এখনও ঘোষণা করা হয়নি| তবে কে হবে এনসিএ প্রধান তার নাম জানিয়ে দিয়েছেন খোদ বোর্ড সভাপতিই|

আইপিএল শেষের রাতেই রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের কোচের পদে আসার জন্য রাজি করিয়ে ফেলেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বোর্ড|

দীর্ঘ আলোচনার পর বিরাট কোহলি, রোহিত শর্মাদের দায়িত্ব নিতে রাজি হয়ে যান তিনি| নিউজিল্যান্ড সিরিজ থেকেই ভারতীয় দলের দায়িত্বও নিতে চলেছেন দ্য ওয়াল|

সেইসঙ্গেই শুরু হয় নতুন জল্পনা| তবে এনসিএ-র হেডকোচ এবার কে হবে| আর সেই পদে ভিভিএস লক্ষ্মণই ছিলেন সৌরভ, জয় শাহ-দের প্রথম পছন্দ|

কিন্তু শোনাযাচ্ছিল ভিভিএস লক্ষ্মণ নাকি প্রথম দিকে এই দায়িত্ব নিতে রাজি ছিলেন না| বেশ কিছু কারণ নিয়েই সমস্যা চলছিল|

আইপিএলের পর থেকেই ভিভিএস লক্ষ্মণের সঙ্গে বেশকয়েকবার বৈঠকে বসেছিলেন সৌরভ, জয় শাহ| অবশেষে সাফল্য এসেছে| এনসিএ-র প্রধান কোচ হতে রাজি হয়ে গিয়েছেন ভিভিএস লক্ষ্মণ|

রাহুল দ্রাবিড়ের পরিবর্তীতে এনসিএ-র দায়িত্ব দক্ষ হাতেই দিতে চাইছিল বোর্ড| কারণ এনসিএ-র পাশাপাশি তাঁর কাঁধে অনুর্ধ্ব-১৯ দলেরও দায়িত্ব থাকবে| সেইকথা মাথায় রেখেই লক্ষ্মণকে রাজি করাতে মরিয়া ছিলেন বোর্ড কর্তারা|

এরপরই সংবাদ সংস্থা এএনআইয়ের প্রশ্নের জবাবে সমস্ত ঘটনা পরিষ্কার করে দেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়| তিনিই সেখানে জানিয়ে দিয়েছেন যে এনসিএ-র দায়িত্ব নিতে চলেছেন ভিভিএস লক্ষ্মণ| সবকিছু ঠিকঠাক চললে ভারতীয়-এ দলের দক্ষিণ আফ্রিকা সফরের পরই হয়ত এনএসি-র দায়িত্ব নেবেন লক্ষ্মণ|

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *